মামুনুলকে ঘিরে শিরোপার স্বপ্ন কামাল এ খান একাদশের

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৬ অক্টোবর, ২০২০ at ১০:৫২ পূর্বাহ্ণ

আর কদিন পরেই মাঠে গড়াচ্ছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত মুজিব বর্ষ ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টের আগে ধারাবাহিক দল পরিচিতির শেষ দিনে গতকাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিল ডা. কামাল এ খান একাদশ। এই দলটির অধিনায়কের দায়িত্ব পড়েছে বাংলাদেশ দলের অধিনায়ক মামুনুল ইসলামের কাঁধে। তাইতো দলটির খেলোয়াড় কর্মকর্তারা আশা করছেন শিরোপা জয়ের। মামুনুলের কন্ঠেও একই সুর। তবে তার কাছে মাঠের খেলাটাই আসল। মাঠে ভাল খেলা উপহার দিতে চান মামুনুল। তবে তার দলে যেসব তরুন ফুটবলার রয়েছে তাদের নিয়ে বেশ আশাবাদী বাংলাদেশ দলের এই অধিনায়ক। নিজের চাইতে তরুণদের নিয়ে বেশি ভাবেন তিনি। তার দলের সে শক্তি সামর্থ রয়েছে তাতে শিরোপা জেতার মত দল ডা. কামাল এ খান একাদশ।
দলের কোচ সাবেক জাতীয় ফুটবলার এজহারুল হক টিপু জানান তার দল বেশ গোছানো। তবে মাঠে কি হবে কে শিরোপা জিতবে তার চাইতে বড় আশার কথা যেটি সেটি হচ্ছে মাঠে নামতে পারা। খেলোয়াড়রা যে আবার এই মাহামারীতেও মাঠে নামতে পারছে সেটাই বড় পাওয়া। কারন অনেকদিন বসে থাকতে থাকতে ফুটবলাররা হারিয়ে ফেলছে তাদের সামর্থ। সেটা ফিরে পাওয়ার বড় একটা সুযোগ এই টুর্নামেন্ট। তাই শিরোপার চাইতে বড় প্রাপ্তি হচ্ছে খেলতে পারাটা। যদিও তার দলে যখন মামুনুলের মত একটি নাম থাকে তখন শিরোপাার দাবি তারা করতেই পারে। যদিও শিরোপার চাইতেও কোচের কাছে বড় চাওয়া হচ্ছে তরুন ফুটবলারদের উন্নতি। সেরাদের সাথে খেলে যদি তারা কিছু শিখতে পারে সেটাই বড় প্রাপ্তি। তারপরও শিরোপার আশা ছাড়ছেননা তিনি। দলের ম্যানেজার মো. সোলায়মানও তার দল নিয়ে বেশ আশাবাদি। কারন দলটিতে রয়েছে মামুনুলের মত ফুটবলার। তাকে ঘিরেই শিরোপার স্বপ্ন ডা. কামাল এ খান একাদশের। এখন সে স্বপ্ন কতটা পূরণ করতে পারে তা দেখতে অপেক্ষা এখন খেলা মাঠে গড়ানো পর্যন্ত। গতকালের দল পরিচিতি অনুষ্ঠানে টুর্নামেন্ট কমিটির সম্পাদক মো. শাহজাহান উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধজন্মদিনে শুভেচ্ছায় সিক্ত মাশরাফি
পরবর্তী নিবন্ধফ্রান্স ও ইতালিতে তীব্র ঝড়, ৭ মৃতদেহ উদ্ধার