প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিস্তারিত কর্মসূচি উদযাপন করা হয়েছে। কর্মসূচিতে ছিল কেক কাটা, বৃক্ষরোপণ, দুস্থদের মাঝে খাবার বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়নে শেখ হাসিনা অদ্বিতীয়। তাঁর বিকল্প নেই।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্র : ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রামের উদ্যোগে গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে কেন্দ্রের কনফারেন্স হলে মিলাদ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রকৌশলী প্রবীর কুমার সেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোহাম্মদ হারুন, প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, প্রকৌশলী দেওয়ান সামিনা বানু, প্রকৌশলী এস এম শহিদুল আলম, প্রকৌশলী নুরুল আবছার, প্রকৌশলী অসীম সেন, প্রকৌশলী তৌকির আহমেদ চৌধুরী, প্রকৌশলী সাঈদ ইকবাল পারভেজ ও প্রকৌশলী মো. ইফতেখার আহমেদ, প্রকৌশলী অসিত বরণ দে, সিনিয়র প্রকৌশলী খোরশেদ উদ্দিন বাদল, প্রকৌশলী আশিকুল ইসলাম, প্রকৌশলী জি এম সেলিম, প্রকৌশলী মোহাম্মদ হাশেম ও প্রকৌশলী মাজেদুল ইসলাম প্রমুখ। মুনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ সোহাইল উদ্দিন জেহাদী
চুয়েট পরিবার : প্রধানমন্ত্রী ৭৫তম জন্মদিন উদযাপন করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) পরিবার। এ উপলক্ষে গত মঙ্গলবার বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠানমালার সূচনা করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা নুরুল্লাহ। বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে চুয়েট পরিবারের পক্ষ থেকে কেক কাটেন অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রেজাউল করিম, পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. জামাল উদ্দিন আহম্মদ, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান।
এদিকে চুয়েট ছাত্রলীগের উদ্যোগেও নানা আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত হয়
দক্ষিণ জেলা যুব মহিলা লীগ : দক্ষিণ জেলা যুব মহিলা লীগের আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান গত মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে এড. কামেলা খানম রুপার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য দিলরুবা চৌধুরী শিরিন, অ্যাড. পাইরিন আক্তার, অ্যাড. শামিমা ইয়াছমিন নিশু, দিপু সেন, জগদা চৌধুরী সুপ্রিয়া, আয়শা সিদ্দিকা রুমি, শাহানা আক্তার টিয়া প্রমুখ।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন গত মঙ্গলবার উদ্যাপন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ মাজেদ। উপস্থিত ছিলেন কোম্পানির সকল মহাব্যবস্থাপক, অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন ও সিবিএ নেতৃবৃন্দ, সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সিভাসু : কেক কেটে ও গাছের চারা লাগিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে কেক কাটেন উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। কেক কাটা শেষে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর গৌতম কুমার দেবনাথ। এরপর উপাচার্য বিশ্ববিদ্যালয়ের মেডিসিনাল প্লান্ট গার্ডেনে গাছের চারা রোপণ করেন।
টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন : টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে টিসিজেএ কার্যালয়ে সাধারণ সম্পাদক দীপঙ্কর দাশ বাবুর সঞ্চালনায় ও এনামুল হকের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি দক্ষিন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ। বক্তব্য রাখেন আলী আকবর, আশরাফুল আলম মামুন, সাইফুল ইসলাম, নুর হাসিব ইফরাজ,সাইমুল আলম মুরাদ, ফরিদ উদ্দিন, এমরাউল কায়েস মিটু, মো. আলমগীর, সুমন গোস্বামী, রবিউল হোসেন টিপু, হাসান উল্ল্যাহ, বাবুন পাল, বাসু দে, শীতল মল্লিক, আসাদুজ্জামান লিমন, সাখাওয়াত হোসেন টিপু, নাজিম উদ্দিন, রনি গোমেজ, পারভেজুর রহমান, জহিরুল ইসলাম,হারুন উর রশিদ, মো. মনছুর, ইমরান হোসেন ইমু, নাজিম উদ্দিন প্রমুখ।
শোভনদন্ডী ডিগ্রি কলেজ : পটিয়া শোভনদন্ডী ডিগ্রি কলেজ ও শোভনদন্ডী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে গত মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদ্্যাপন করা হয়। এ উপলক্ষে কলেজ অধ্যক্ষ মো. হামিদ হোসাইনের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন শোভনদন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাছান খোকন, উপজেলা আওয়ামী লীগ সদস্য মিজানুর রহমান, মোজাম্মেল হক মোজেম, ফরিদুল আলম টুটুল। উপস্থিত ছিলেন অধ্যাপিকা তৃপ্তি কণা মজুমদার, সিফাত শারমিন চৌধুরী, বিধান চμবর্তী, এ.জেড.এম আহসান উল্লাহ, রফিক উদ্দীন, মোশাররফ হোসাইন ফারুকী, শরিফুনেড়বছা বেগম, মো. বেলাল উদ্দীন, ফারজানা করিম, মো. ওসমান গণি, প্রদীপ চμবর্তী, রুম্পা দত্ত, সমীর দেব, হাসান তারেক, দীপ্তি সেন, মো. জুলফিকার আলী, শাহাদাত হোসেন প্রমুখ।
দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড: ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড যুবলীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও অসহায় দরিদু মানুষের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠান ফসিউল আলম রিয়াদের সভাপতিত্বে একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু। প্রধান বক্তা ছিলেন মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা। বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র আফরোজা কালাম, মাহাবুব আলম আজাদ, মোস্তফা জালাল, আবদুর রহমান। দোয়া মাহফিল ও আলোচনা শেষে দুই শতাধিক দুস্থ মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়।
গোসাইলডাঙ্গা ওয়ার্ড : যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ৩৬ নং গোসাইলডাঙ্গা ওয়ার্ডের পশ্চিম নিমতলা দুই তলা মসজিদ প্রাঙ্গণে পাঁচ শতাধিক দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মাসুদুল আলম জিকুর সভাপতিত্বে ও ওয়াহিদ মুরাদ রাসেলের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন নায়েবুল ইসলাম ফটিক, মো. ইকবাল, রিফাত আলম, মো.ইসমাইল, এম,এম,ইকবাল, জাহাঙ্গীর সৈয়দ, দিদার উদ্দিন, বেলাল, দিদার, ফারুক, জিয়া উদ্দিন, নেছার বিন ফয়সাল রিমন, শাহাজাহান বাপ্পি, আলী নুর রুবেল, শাকিল, লিটন, নোমান, স্বাধীন, আল আমিন, আরিফুল হক, শাহরিয়ার রুবেল, সাদ্দাম হোসেন, তানিম হোসেন প্রমুখ।
উত্তর জেলা যুবলীগ : উত্তর জেলা যুবলীগের উদ্যোগে খতমে কোরআন, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ সংগঠনের সভাপতি উপজেলা চেয়ারম্যান এস.এম. আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান এস.এম. রাশেদুল আলমের পরিচালনায় হযরত শাহ্ আমানত (রহ.) দরগাহ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মাহফিলে উপস্থিত ছিলেন নুরুল মোস্তফা মানিক, মিজানুর রহমান মিজান, শফিকুল ইসলাম হেলাল, শহিদুল আলম, আকতার হোসেন, মো. শাহজাহান, মো. ইউনুস, মাঈনুল ইসলাম রানা, ইব্রাহীম ভূঁইয়া, বদিউল আলম জসিম, খোরশেদ আজিজ, আলমগীর কবির চৌধুরী, দোস্ত মোহাম্মদ, আনোয়ার মেহেদী, আইয়ুব খান লিটন, মিজানুর রহমান, রাশেদুল ইসলাম, আবুল হাশেম, আলতাফ হোসেন, মো. শাহজাহান, মো. সাজ্জাদ, ফারুক হোসেন চৌধুরী প্রমুখ।
আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড ছাত্রলীগ : বায়েজিদ ৪৩ নং আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা শান্তিনগর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ইমতিয়াজ করিম জুয়েলের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন বায়েজিদ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম বাবু। মাহফিলে আলোচক ছিলেন শাহ আলম হানিফ, ইমরান হোসেন মিঠু, মিল্লাদ হোসেন, পারভেজ কবির মুছা, আবদুল খলিল, সাইফুল ইসলাম, ইউসুফ, হালিম, মহিন, মহসিন, ইসমাইল, দেলু, রাসেল, মাইনউদ্দীন মাহিন, খোরশেদ আলম বাবু, জাকির, মিজান, আলাউদ্দীন, সজিব, তপু, সবুজ, রানা, রাজু, জহির, শাহিন, পারভেজ, রায়হান, হৃদয়, মহিউদ্দীন, আফরিন, প্রমুখ। মুনাজাত পরিচালনা করেন মুহাম্মদ বাছির উদ্দীন।
বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ : বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ চট্টগ্রাম উত্তর, দক্ষিণ, মহানগরের উদ্যোগে কোর্ট হিলে কেক কাটা হয়। উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এ.এইচ.এম জিয়াউদ্দিন, অ্যাডভোকেট শাহাদাত হোসাইন, আকতার হোসেন, উপেল পাল, মোহাম্মদ আবু সৈয়দ, মো. জুয়েল শাওন, আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, মাহিম পারভেজ, মো. ফোরকান রাসেল, আব্দুল কাদের, সাবিহা সুলতানা রঙি, সুজলা অন্তরা, জামাল উদ্দিন, মো. মইনুল হাসান, মিনহাজ, আব্দুস শুক্কুর, আকলিমা খানম প্রমুখ।
জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি : জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিশেষ প্রার্থনা সভা পরিষদের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সুকুমার চৌধুরী। উপস্থিত ছিলেন সুজিত কুমার বিশ্বাস, অধ্যাপক স্বদেশ কুমার চক্রবর্তী, প্রকৌশলী প্রবীর কুমার সেন, অ্যাড. চন্দন তালুকদার, বিমল কান্তি দে, মাইকেল দে, চন্দন দাশ, পরেশ চন্দ্র চৌধুরী, লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য, লায়ন তপন কান্তি দাশ, প্রকৌশলী আশুতোষ দাশ, ডা. বিধান মিত্র, সাধন চৌধুরী, বিপ্লব কুমার চৌধুরী, তাপস কুমার নন্দী, রতন আচার্য্য, সুমন দেবনাথ, হিল্লোল সেন উজ্জ্বল, অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, রুমকি সেনগুপ্ত, সলিল কান্তি গুহ, শিবু প্রসাদ দত্ত, অ্যাড. নিখিল কুমার নাথ, অ্যাড. নটু চৌধুরী, সজল দত্ত, ইঞ্জিনিয়ার সনজিত বৈদ্য, ডা. বিজন কান্তি নাথ, মিথুন মল্লিক, টিপু শীল জয়দেব, গৌতম হাজারী, ঊষা আচার্য্য, সুকান্ত মহাজন টুটুল, সুজিত কৃষ্ণ রক্ষিত, বিশ্বজিৎ কুমার দেব, সঞ্জয় মহাজন, মৌসুমী চৌধুরী, প্রিয়তোষ ঘোষ রতন, রাজীব চৌধুরী মিল্টন, আশীষ ঘোষ, ডা. বিদ্যুৎ ভূষণ দাশগুপ্ত, কানু মজুমদার, ধীমান সর্ব্ববিদ্যা, সুজিত মহাজন প্রমুখ।
এসএওসিএল এমপ্লয়িজ ইউনিয়ন : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেছে স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ)। এ উপলক্ষে গত মঙ্গলবার সিবিএ সভাপতি কায়ছার হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে মো. জালাল আহমেদ, জয়নাল আবেদীন, মো. কামরুল ইসলামসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগ ও ছাত্রসংসদ : চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগ ও ছাত্রসংসদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আইন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তসলিম উদ্দীন এতে সভাপতিত্ব করেনএ কলেজ ছাত্রলীগের সদস্য এস এম আনোয়ার হোসেনের সঞ্চালনায় অতিথি ছিলেন আইন কলেজ ছাত্রলীগের সভাপতি রহমত উল্লাহ রিফাত, চট্টগ্রাম আইন কলেজ ছাত্রসংদের জি.এস মাহফুজুর রহমান মাহফুজ। উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগের আতিক, রফিকুল ইসলাম, কামরুল আলম মিন্টু, জাহাঙ্গীর, শেখ সোয়াব চৌধুরী, মাহমুদুল হাসান,সাহেদ,ওয়াসিফ জাবেদ, সেলিম রেজা, মনির হোসেন, ইয়াকুব প্রমুখ।
বায়েজিদ থানা ছাত্রলীগ : বায়েজিদ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম বাবুর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি গত মঙ্গলবার বায়েজিদ শান্তিনগর এলাকায় ছাত্রলীগ নেতা ইমরান হোসেন মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বায়েজিদ থানা ছাত্র লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন ছাত্রলীগ নেতা ইমতিয়াজ করিম।বক্তব্য রাখেন শাহ আলম হানিফ, মিল্লাদ, ইউসুফ, হালিম শেখ, পারভেজ কবির মুছা, সাইফুল, আব্দুল খলিল, মহিন, মহসিন, দেলোয়ার হোসেন দেলু, ইসমাইল, রাসেল, মিজান, জাকির, খোরশেদ আলম বাবু, সজিব, আলাউদ্দিন, তপু, সবুজ, রাজু, আল আমিন, মাসুম, পারভেজ, শাহীন, রানা, মহিউদ্দিন, আফরিন, হৃদয়, ফরহাদ, রায়হান, জহির, শাহীন প্রমুখ।
উত্তর জেলা কৃষক লীগ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক দূরদর্শিতায় দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রধান অতিথির বক্তব্যে উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা চেয়ারম্যান এম এ সালাম এ কথা বলেন। উত্তর জেলা কৃষক লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল এবং কেক কাটার অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান। উত্তর জেলা কৃষক লীগ সভাপতি নজরুল ইসলাম চৌধুরী এতে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন সহসভাপতি দিদারুল আলম, ফজলুল ইসলাম ভূইয়া, মুহাম্মদ রেজাউল করিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ চৌধুরী, সেলিম সাজ্জাদ, এমএন কাশেম, তারেক নেওয়াজ পলাশ প্রমুখ।
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি : বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উদ্যোগে এবং বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সদস্য ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমদের পৃষ্ঠপোষকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ও দোয়া মাহফিল পালিত হয়েছে। জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএফএম আওরঙ্গজেব, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ণ বৈদ্য, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার, ড. মোহাম্মদ সরওয়ার উদ্দীন, খালেদ বিন চৌধুরী, সহযোগী অধ্যাপক কামাল উদ্দীন, সহযোগী অধ্যাপক মোহাম্মদ নুরুল আবছার, অনিন্দ্য কুমার নাথ, সালাহউদ্দীন চৌধুরী, সালাহউদ্দীন শাহরিয়ার, আবদুর রশিদ, প্রভাষক রাশিদুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মকর্তাবৃন্দ।
জাতীয় চারনেতা স্মৃতি পরিষদ : জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের উদ্যোগে নগরীর পল্টনরোডস্থ জহুর আহমদ চৌধুরীর বাসভবনে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আবদুর রহিম। প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন আহমদ চৌধুরী, উপদেষ্টা এ কে এম বেলায়েত হোসেন। প্রধান আলোচক ছিলেন চবি প্রফেসর সুকান্ত ভট্টাচার্য। বক্তব্য রাখেন মোহাম্মদ জহির, এম.আর. আজিম, মশিউর রহমান রোকন, আবুল বশর, হাজী সাহাবউদ্দিন, আলী আহমদ শাহীন, রেদওয়ানুল হক, এএসএম লিয়াকত হোসেন, প্রভাষক সৈয়দা আমেনা সিদ্দিকী ডালিয়া, শরফুদ্দিন চৌধুরী রাজু, মীর আবদুর রহমান মামুন, জাবেদুল ইসলাম শিপন, মেজবাহ উদ্দিন মোর্শেদ, আবদুস ছাত্তার, আলী রেজা পিন্টু, সাজ্জাদ হোসাইন, রিয়াতুল করিম, আবুল বাশার খান, আবু তাহের, এস.এম. হুমায়ুন কবির, আজিম উদ্দিন, প্রান্তিক পূর্ণ্যার্ঘ বড়ুয়া, তারেক প্রমুখ।
মহানগর স্বেচ্ছাসেবকলীগ : স্বেচ্ছাসেবকলীগ মহানগরের উদ্যোগে মঙ্গলবার বঙ্গবন্ধু ল’টেম্পল কলেজ অডিটরিয়ামে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক এড. এইচ.এম. জিয়াউদ্দিন। এড. তসলিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী হেলাল উদ্দিন, শাহেদ আলী রানা, সোলায়মান, আজিম উদ্দিন, জানে আলম, শওকত আলী সোহেল, শাহেদ রুবেল, নাসির উদ্দিন রাকিব। এসময় আরও উপস্থিত ছিলেন মো. দিদারুল ইসলাম, ডা. বিজন নাথ, বিধান বড়ুয়া, মো. রাশেদ, মনসুর আহমেদ, হোসেন চৌধুরী সাদ্দাম, দিদারুল আলম, শফিক আহমদ রাজু, মুসলিম উদ্দিন খান, আসিফ হায়দার, ডা. জিয়া, শাহী ইমরান রাজু, শৈবাল দাশ বিধান, এরশাদ খান চৌধুরী, মোঃ আরিফ, এড. সুব্রত রাজু, এড. রাজীব, আবু তালেব, রুহুল আমিন, আবু সাহেদ প্রমুখ।
বঙ্গবন্ধু সাংস্কৃতি জোট চট্টগ্রাম উত্তর জেলা : বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা জেলা পরিষদ কনফারেন্স হলে সংগঠনের সভাপতি মঈনুদ্দীন কাদের লাভলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম। সভায় প্রধান বক্তা ছিলেন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল হক বাবু। বিশেষ অতিথি ছিলেন এডভোকেট মোস্তফা আনোয়ারুল ইসলাম। আলোচনায় অংশ নেন চন্দন কুমার বড়ুয়া, সুমন শর্মা, পিন্টু দত্ত তমাল, নোমান অপু, উত্তম বড়ুয়া, মো. শওকত বিন ইউনুস, বিজয় বড়ুয়া প্রমুখ।
বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদ : মিউনিসিপাল মডেল হাই স্কুল সংলগ্ন স্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগ অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের আহ্বায়ক মুহাম্মদ এয়াকুবের সভাপতিত্বে সদস্যসচিব মিরন হোসেন মিলনের সঞ্চালনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। প্রধান আলোচকের বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মুহাম্মদ শফর আলী, নগর আ.লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী, মো. বেলাল হোসেন, মো. ইছা, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। বক্তব্য রাখেন মোহাম্মদ আলমগীর, উজ্জ্বল বিশ্বাস, সিরাজুল ইসলাম, বেলাল উদ্দিন চৌধুরী, শাহ আলম ভূঁইয়া, হারুনুর রশীদ রনি, মো. বখতেয়ার, মো. ইমরান মিয়া, মো. জাহাঙ্গীর আলম, লোকমান হাকিম, শেখ মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।
আলকরণ ওয়ার্ড ‘ক’ ইউনিট : প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ৩১নং ওয়ার্ডের আলকরণ ‘ক’ ইউনিট আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা গত ২৮ সেপ্টেম্বর ওয়ার্ড কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। ইউনিট আওয়ামী লীগের সভাপতি স্বপন কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী। আলকরণ ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ৩১নং আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মোতালেব চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইসহাক, চসিক ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম মাসুম। অনুষ্ঠানে জননেত্রী প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শিশুদের নিয়ে কেক কাটা হয় এবং প্রধানমন্ত্রীর দীর্ঘাযু কামনায় মোনাজাত করা হয়।
মহানগর মহিলা আওয়ামী লীগ : চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভা মরজিনা আকতার লুসির সভাপতিত্বে গত ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- মহানগর মহিলা আওয়ামী লীগ নেত্রী নুর আক্তার (আঞ্জুমান), জেসিমিন আকতার জেসি, তারা বানু, তাহমিনা আকতার, রোকেয়া আকতার, শাহিদা আকতার, হাসিনা আকতার, তসলিমা আকতার প্রমুখ।