ছেলের মৃত্যুর খবরে মারা গেলেন মা

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ২৯ অক্টোবর, ২০২২ at ১০:১৪ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় ছেলের মৃত্যু খবর শুনে এক ঘণ্টার ব্যবধানে মায়ের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের দয়ার পাড়ায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বিকেল ৫টার দিকে নগরীর এক বেসরকারি হাসপাতালে মৃত সেকান্দর খলিফার পুত্র সামশুল ইসলাম (৭০) শ্বাসকষ্ট রোগে মারা যান। ছেলের মৃত্যুর সংবাদ শুনে সন্ধ্যা ৬টায় বসতঘরে মারা যান মা শরিফা বেগম (৯০)।

স্থানীয় ইউপি সদস্য জাফর আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছেলে সামশুল ইসলামের মৃত্যুর পর দাফনের প্রস্তুতি নিচ্ছিল স্বজনরা। এ সময় ছেলের মৃত্যুর শোকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বৃদ্ধা মা শরিফা বেগম। মা-ছেলের মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। রাতেই তাদেরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধবারইয়ারহাট সড়কে লক্কর ঝক্কর বাসে ভোগান্তি
পরবর্তী নিবন্ধবাস টার্মিনালে ট্রাক!