চুয়েটে তথ্য অধিকার বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

| বৃহস্পতিবার , ৮ জুন, ২০২৩ at ৫:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সরকারের জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের নিমিত্তে গঠিত তথ্য অধিকার ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, অফিস ও শাখার কর্মকর্তাকর্মচারীদের মাঝে তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকরণের লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত কর্মশালায় একাডেমিক ও ছাত্রবৃত্তি শাখার কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে প্রশিক্ষণ প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য অধিকার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ফোকাল পয়েন্ট এবং গণিত বিভাগের অধ্যাপক ড. আশুতোষ সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য অধিকার কমিটির সদস্য ও পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, কমিটির সদস্য সচিব ও উপপরিচালক (তথ্য ও প্রকাশনা) মোহাম্মদ ফজলুর রহমান, সদস্য ও সহকারী রেজিস্ট্রার (আইন ও এস্টেট) মো. জোবায়ের হোসেন। কর্মশালায় তথ্য অধিকার বিষয়ক সেবা প্রাপ্তি ও কমিটির কার্যক্রম নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন কমিটির সদস্য ও সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মুহাম্মদ রাশেদুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন একাডেমিক ও ছাত্রবৃত্তি শাখার ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রোগ্রামার শামীম মাহমুদ, সহকারী রেজিস্ট্রার মো. রুবেল মাহমুদ, সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. রোমেদুর রহমান চৌধুরী, মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী ও প্রদীপ কুমার মল্লিক, তথ্য ও প্রকাশনা শাখার ক্যামেরাম্যান মো. সালামত উল্লাহ, একাডেমিক শাখার মো. হাবিবুর রহমান, মো. রবিউল হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপরিবেশ রক্ষায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় বিষপানে গৃহবধূর মৃত্যু