চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সরকারের জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের নিমিত্তে গঠিত তথ্য অধিকার ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, অফিস ও শাখার কর্মকর্তা–কর্মচারীদের মাঝে তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকরণের লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত কর্মশালায় একাডেমিক ও ছাত্রবৃত্তি শাখার কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে প্রশিক্ষণ প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য অধিকার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ফোকাল পয়েন্ট এবং গণিত বিভাগের অধ্যাপক ড. আশুতোষ সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য অধিকার কমিটির সদস্য ও পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, কমিটির সদস্য সচিব ও উপ–পরিচালক (তথ্য ও প্রকাশনা) মোহাম্মদ ফজলুর রহমান, সদস্য ও সহকারী রেজিস্ট্রার (আইন ও এস্টেট) মো. জোবায়ের হোসেন। কর্মশালায় তথ্য অধিকার বিষয়ক সেবা প্রাপ্তি ও কমিটির কার্যক্রম নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন কমিটির সদস্য ও সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মুহাম্মদ রাশেদুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন একাডেমিক ও ছাত্রবৃত্তি শাখার ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রোগ্রামার শামীম মাহমুদ, সহকারী রেজিস্ট্রার মো. রুবেল মাহমুদ, সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. রোমেদুর রহমান চৌধুরী, মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী ও প্রদীপ কুমার মল্লিক, তথ্য ও প্রকাশনা শাখার ক্যামেরাম্যান মো. সালামত উল্লাহ, একাডেমিক শাখার মো. হাবিবুর রহমান, মো. রবিউল হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।