ইপিজেড থানার ব্যাংক কলোনির সৈয়দ নুর হোসেন নামে এক বাড়ির মালিক ২০১৭ সালে ৫টি চুলার (রাইজার) অনুমোদন নেন কিন্তু তিনি ব্যবহার করেন ২২৬টি চুলা।
খবর পেয়ে সেই সংযোগ বিচ্ছিন্ন করে দেয় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)।
সেই সময়ে ৩৮ লাখ টাকা জরিমানা পরিশোধের পর আবার সংযোগ দেওয়া হয়। তবে এতেও শিক্ষা হয়নি তার। কিছুদিন পর আবারও অবৈধ গ্যাস সংযোগ নেন তিনি।
২০১৭ সালে ৫টি চুলার (রাইজার) অনুমোদন নিয়ে ২০২০ সালের অক্টোবর পর্যন্ত তিনি ব্যবহার করেন ২২৬টি চুলা। বাংলানিউজ
আজ বুধবার (২১ অক্টোবর) সৈয়দ নুর হোসেনের মালিকানাধীন বাড়িতে কেজিডিসিএল-এর বিশেষ টিম অভিযান চালিয়ে এর সত্যতা পায়।
কেজিডিসিএল-এর মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিস) প্রকৌশলী মো. সরোয়ার হোসেন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে কেজিডিসিএল-এর বিশেষ টিম সৈয়দ নুর হোসেনের বাড়িতে অভিযান চালান। তিনি ২০১৭ সাল থেকে ৫টি চুলার অনুমোদন নিয়ে ২২৬টি চুলা ব্যবহার করছেন। তিন বছর ধরে অবৈধ গ্যাস ব্যবহার করায় প্রায় ৭০ লাখ টাকার আয় থেকে বঞ্চিত হয় কেজিডিসিএল।”
প্রকৌশলী মো. সরোয়ার হোসেন বলেন, “অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”