বাংলাদেশ সফরকালেই শ্রীলংকান ক্রিকেটাররা কেন্দ্রীয় চুক্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। এবার চুক্তিতে জায়গা পাওয়া সবার বেতনই কমানো হয়েছে। আর সেটা নিয়েই আন্দোলনে নেমেছেন দেশটির ক্রিকেটাররা। অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিমুথ করুণারত্নেদের সঙ্গে এই আন্দোলনে রয়েছেন আভিষেক ফার্নান্দো, রোশান সিলভা, নুয়ান প্রদীপের মতো ক্রিকেটাররা। গত অক্টোবর থেকে কেন্দ্রীয় চুক্তি ছাড়াই চলছে শ্রীলংকার ক্রিকেট। তবে এর মধ্যেও অস্থায়ী চুক্তির ভিত্তিতে খেলছে লংকান ক্রিকেটাররা। এখন আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করতে চায় শ্রীলংকান ক্রিকেট বোর্ড। কিন্তু তাদের দেওয়া শর্তে স্বচ্ছতার অভাব থাকার অভিযোগ তুলেছেন ক্রিকেটাররা। মূলত নতুন চুক্তিতে খেলোয়াড়দের পারফরম্যান্স, ফিটনেস ও ইনজুরি ইস্যু মাথায় রেখে রেটিং সিস্টেম করেছে লঙ্কান বোর্ড। পাশাপাশি প্রায় সব খেলোয়াড়েরই পারিশ্রমিক কমিয়ে আনা হয়েছে।