চিলিতে দাবানলে প্রাণহানি বেড়ে ১১২

| মঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:৫৯ পূর্বাহ্ণ

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে দাবানলে প্রাণহানির সংখ্যা বেড়ে ১১২ জনে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষ বলছে, দুইশর মতো লোক নিখোঁজ রয়েছেন। রোববার দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক সতর্ক করে দিয়ে বলেন, হতাহতের সংখ্যা তাৎপর্যপূর্ণভাবে বাড়তে পারে। কেননা ভালপারাইসোর কেন্দ্রীয় অঞ্চলে বনে আগুন জ্বলছেই। খবর বাংলানিউজের।

এক টিভি ভাষণে দেওয়া বক্তব্যে বোরিক বলেন, দাবানলে ক্ষতি পুরো চিলির, নিহতদের জন্য শোক। আমরা খুব বড় ট্র্যাজেডির মুখোমুখি হচ্ছি। কর্তৃপক্ষ বলছে, ভিনা দেল মার শহরের আশপাশে তারা ২০০ লোকের নিখোঁজ হওয়ার খবর পেয়েছেন। স্থানটি জনপ্রিয় বিচ রিসোর্ট। সেখানে তীব্রভাবে আগুন ছড়িয়ে পড়েছে। বার্ষিক আন্তর্জাতিক সংগীত উৎসবের জন্য পরিচিত শহরের পূর্ব প্রান্তের বেশ কয়েকটি এলাকা আগুনে ধ্বংস হয়ে গেছে।

শুক্রবার প্রেসিডেন্ট বোরিক জরুরি অবস্থা ঘোষণা করেন। দুর্যোগ কাটিয়ে ওঠার চেষ্টা করা লোকেদের সহযোগিতা করার আশ্বাস দেন। তিনি বলেন, আমরা সবাই একসঙ্গে আছি। জরুরি পরিস্থিতি মোকাবিলা করছি। জীবন বাঁচানোই আমাদের কাছে সবার আগে। দেশটির জাতীয় দুর্যোগ পরিষেবা সংস্থা বলছে, রোববার পর্যন্ত ২৬ হাজার হেক্টর ভূমি পুড়ে গেছে।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনে যেভাবে ইতিহাস গড়ছেন পাকিস্তানি নারী
পরবর্তী নিবন্ধ১০ মার্চের আগে ভারতীয় সেনাদের প্রথম দল মালদ্বীপ ত্যাগ করবে : মুইজ্জু