১০ মার্চের আগে ভারতীয় সেনাদের প্রথম দল মালদ্বীপ ত্যাগ করবে : মুইজ্জু

| মঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:০১ পূর্বাহ্ণ

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু সোমবার দাবি করেছেন ১০ মার্চের আগে মালদ্বীপে মোতায়েন করা ভারতীয় সেনাদের প্রথম দলকে ফেরত নিতে সম্মত হয়েছে। ১৯তম সংসদের শেষ অধিবেশনের শুরুতে প্রেসিডেন্ট বলেন, সেনা ফেরত পাঠানোর জন্য ভারতের সঙ্গে আলোচনা চলছে। তিনি বলেন, ভারতীয় সেনাবাহিনী ১০ মার্চের মধ্যে মালদ্বীপের তিনটি বিমান চলাচল প্ল্যাটফর্মের একটি থেকে এবং ১০ মে এর মধ্যে বাকি দুটি থেকে সামরিক কর্মীদের সরিয়ে নেবে। খবর বাংলানিউজের।

মুইজ্জু বলেন, দেশের প্রেসিডেন্ট হিসেবে তার প্রতিশ্রুতি হলো মালদ্বীপের জনগণের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। তিনি বলেন, বিদেশি সৈন্য প্রত্যাহার, সমুদ্রে হারানো অংশ পুনরুদ্ধার এবং রাষ্ট্রের সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করতে পারে এমন কোনো চুক্তি বাতিলের অঙ্গীকারের কারণে তার সরকারের প্রতি মালদ্বীপের জনগণের বৃহৎ সংখ্যাগরিষ্ঠ সমর্থন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচিলিতে দাবানলে প্রাণহানি বেড়ে ১১২
পরবর্তী নিবন্ধযেভাবে জয়ের পরিকল্পনা সাজিয়েছেন ইমরান খান