মুজিববর্ষ সিজেকেএস দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে চিটাগাং রয়েল জয়লাভ করেছে। গতকাল বৃহস্পতিবার মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় চিটাগাং রয়েল ৩ উইকেটে মাদারবাড়ী উদয়ন সংঘকে পরাজিত করে। টসে জিতে মাদারবাড়ী উদয়ন সংঘ প্রথমে ব্যাট করে। ২৭.৪ ওভার খেলেই ৯০ রান তুলে তারা অলআউট হয়ে যায়। দলের ফখরুল ইসলাম নাইম সর্বোচ্চ ৩৮ রান করেন। অতিরিক্ত থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান। মিজানুর রহমান করেন ১০ রান। চিটাগাং রয়েলের মোহাম্মদ হানিফ,আবিদ ইফতেখার, প্রণয় বড়ুয়া এবং ওবাইদুল ইসলাম প্রত্যেকে ২টি করে উইকেট নেন। জবাব দিতে নেমে চিটাগাং রয়েল ২২.৪ ওভার ব্যাট করে ৯১ রান সংগ্রহ করতে গিয়ে ৭ উইকেট হারায়। দলের আবিদ ইফতেখার ২৮, জয় দাশ ১৩,মো. জাহিদ আলম অপ. ২৩ এবং মো. জাবেদ আলম অপ. ১৪ রান করেন। অতিরিক্ত রান হয় ১২। মাদারবাড়ী উদয়ন সংঘের মো. শাহাদাত হোসেন ২৬ রানদিয়ে একাই ৫টি উইকেট দখল করেন।