চিটাগাং উইম্যান চেম্বারের প্রশিক্ষণ শুরু

| বুধবার , ২৬ জানুয়ারি, ২০২২ at ৭:৫৯ পূর্বাহ্ণ

 

চিটাগাং উইম্যান চেম্বারের উদ্যোগে এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় গত ২৩ জানুয়ারি চট্টগ্রামের পাহাড়তলীতে শুরু হয়েছে ৫ দিনব্যাপী ‘বেসিক কাটিংসুইং এন্ড প্যাটার্ণ মেকিং’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স। উইম্যান চেম্বারের ভাইস প্রেসিডেন্ট রেখা আলম চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলওয়ে চট্টগ্রামের বিভাগীয় ব্যবস্থাপক তারেক মোহাম্মদ সামস্‌ তুষার। প্রধান অতিথি বলেন, নারী উদ্যোক্তাদের উন্নয়নে সরকারের নানামুখী কর্মকান্ড রয়েছে। প্রশিক্ষণ শেষে পুঁজির যোগান দিতে ব্যাংকগুলো জামানত বিহীন ঋণ প্রদান করছে। আপনারাও সেই সুযোগ গ্রহণ করতে পারবেন। তিনি এই কর্মকান্ড এলাকার নারীদের জন্য যেন অব্যাহত রাখার জন্য উইম্যান চেম্বারের কর্মকর্তাদের প্রতি আহবান জানান। তিনি এই প্রশিক্ষণ প্রদানের জন্য চিটাগাং উইম্যান চেম্বার এবং এসএমই ফাউন্ডেশনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সভাপতি তার বক্তব্যে নারীদের জন্য ক্ষুদ্র ব্যবসা উপযোগী উল্লেখ করে বলেন, দেশের সামগ্রিক অর্থনীতিকে শক্তিশালী করতে সকল ক্ষেত্রে নারীদের উন্নয়ন অত্যন্ত জরুরী। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চিটাগাং উইম্যান চেম্বারের পরিচালক রেবেকা নাসরিন।

উপস্থিত ছিলেন পরিচালক কাজী তুহিনা আক্তার, সদস্য চৌধুরী জুবাইরা সাকী জিপসী এবং রেলওয়ে চট্টগ্রামের ডিসিও মো. আনসার আলী, মো. জাহেদ আরেফিন পাটোয়ারী তন্ময়, মো. ওয়াহিদার রহমান, মো. রফিকুল ইসলাম, সাজিদ হাসান, কাজী আনোয়ারুল হক, এসকে বারী প্রমুখ। ৫দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষক দিলরুবা হুসনার তত্বাবধানে ৩০ জন প্রশিক্ষণার্থী কোর্সে অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভয়ংকর ভুতুড়ে দ্বীপ
পরবর্তী নিবন্ধ‘শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নৈতিকতাও শিখতে হবে’