চিকিৎসা যখন মৌলিক অধিকার

জিল্লুর রহমান | রবিবার , ২৭ জুন, ২০২১ at ৬:২৪ পূর্বাহ্ণ

জনগণের মৌলিক অধিকারের অন্যতম স্বাস্থ্য সেবা যা পৃথিবীর কোন দেশ সঠিকভাবে নিশ্চিত করতে পেরেছে কিনা জানিনা তবে আমাদের দেশে যতটুকু সুবিধা আছে তা দুষ্ট চক্র এবং লোভীদের দখলে। রাজধানীর একটা হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে মনে হয়েছে এনজেল কর্তৃক পরিচালিত কোন হাসপাতাল যেখানে ডাক্তাররা যেমন নিজেদের পৃথিবীর সেরা ভাবেন তেমনি তাদের স্টাফরা ওখানে ডাক্তার দেখাতে গেলেই ন্যূনতম ২০০০০/৩০০০০ টাকার টেস্ট করাতে বাধ্য থাকবেন তা মাথায় রেখেই যেতে হবে- এমনকি একই রিপোর্ট করা থাকলেও কারণ এনজেলরা বাইরের কিছুই বিশ্বাস করে না। আবার সরকারী হাসপাতালে গেলে ওখানে সিনিয়র ডাক্তার পাওয়া ভাগ্যের ব্যাপার তারা অনেক প্রটোকলের মাঝে বেষ্টিত থাকে সকাল নয়টা থেকে ৪টা পর্যন্ত তারপর তাদের শুরু হয় প্রাইভেট প্রেকটিস যেখানে ৪/৫ ঘন্টায় প্রতিদিন ১০০ বেশী রোগী দেখেন আর লম্বা একটা টেস্ট প্রেসকিপশান ধরিয়ে দিয়ে ১০০০/২০০০ টাকা ফি নিয়ে সারাজীবনের জন্য তার রোগী করার ব্যবস্থা করেন অথচ জনগণের সেবার জন্য সরকার কর্তৃক পরিচালিত হাসপাতালে তিনি ১০ জন রোগী দেখেন কিনা সন্দেহ আছে। আমাদের পার্শ্ববর্তী দেশের ডাক্তাররা কোন রোগীর চিকিৎসা করলে তারা যেকোন সময় ওই রোগীকে পরামর্শ দেন এবং সহজেই যোগাযোগ করার সুযোগ দেন আর আমাদের ডাক্তার সাহেবরা তাদের স্যার না বললে তারা রোগীকে ভাল ব্যবহার করে না। তবে আমাদের দেশে অনেক ভাল এবং পরোপকারী ডাক্তার আছেন যারা নিজের দায়বদ্ধতা থেকে মানুষের উপকার করতে গিয়ে অনেক সময় বিড়ম্বনায় পরেও নিজের উপকারী মন থেকে সরে যায় না। সবচেয়ে বড় কথা সরকার চাইলেও এই মৌলিক অধিকার নিশ্চিত করতে পারবে না যতক্ষণ এর সাথে সংশ্লিষ্ট যারা তারা আন্তরিক না হন। আশা করি সংশ্লিষ্ট সবাই আমরা আন্তরিক হব একে অপরের সহায়ক হব ।

পূর্ববর্তী নিবন্ধপ্রয়োজন আত্মশুদ্ধি
পরবর্তী নিবন্ধদেশ হতে দেশান্তরে