চার লেনের নতুন রাস্তা হবে নগরীতে

ব্যয় ২ হাজার কোটি টাকা আমবাগান-জাকির হোসেন রোড মিলবে বায়েজিদ লিংক রোডে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষা

হাসান আকবর | শুক্রবার , ৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরীর যান চলাচলে গতিশীলতা আনার পাশাপাশি শহরের বিস্তৃত একটি এলাকার জীবনমান উন্নয়নে প্রায় দুই হাজার কোটি টাকা ব্যয়ে চার লেনের নতুন একটি রাস্তা নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। নগরীর টাইগারপাশআমবাগান সড়ক এবং জাকির হোসেন রোডকে ফৌজদারহাটবায়েজিদ লিংক রোডের সাথে যুক্ত করতে এই রাস্তাটি নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। ফৌজদারহাটবায়েজিদ লিংক রোডের এশিয়ান উইম্যান ইউনিভার্সিটির পাশ থেকে জাকির হোসেন রোডের খুলশীর মুরগীর ফার্ম হয়ে রাস্তাটি আড়াআড়িভাবে এসে যুক্ত হবে আমবাগান সড়কে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বহুল প্রত্যাশার এই প্রকল্পটিতে সম্মতি দিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। ব্যয় অনুমোদনের জন্য এখন ফাইলটি অর্থ মন্ত্রণালয়ে রয়েছে।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, চট্টগ্রাম মহানগরীর টাইগারপাশ, লালখান বাজার, জিইসি মোড়, ষোলশহর দুই নম্বর গেট, বায়েজিদ বোস্তামী এবং খুলশীসহ সন্নিহিত এলাকায় হাজার হাজার গাড়ি চলাচল করে। এসব গাড়ির একটি বড় অংশেরই শহরের প্রধান সড়ক এশিয়ান হাইওয়েতে আসার প্রয়োজন না থাকলেও প্রয়োজনীয় রাস্তা না থাকায় গাড়িগুলোকে ঘুরপথে গন্তব্যে যেতে হয়। ফৌজদারহাট থেকে বায়েজিদ বোস্তামি সড়ক পর্যন্ত রাস্তাটি অনানুষ্ঠানিকভাবে চালু করার পর নগরীর যান চলাচলের ক্ষেত্রে বেশ ইতিবাচক প্রভাব ফেলছে। মাত্র বিশ মিনিটে পৌঁছা যাচ্ছে ফৌজদারহাট থেকে দেওয়ানহাট কিংবা বটতলী রেলওয়ে স্টেশনে। একইভাবে লালখান বাজার থেকে ফ্লাইওভার এবং লিংক রোড ব্যবহার করে আউটার রিং রোড ধরে বিমানবন্দরে যাতায়াত করা যাচ্ছে চল্লিশ মিনিটে। যান চলাচলের এই ধারায় আরো গতিশীলতা তৈরির সুযোগ রয়েছে। বিশেষ করে শহরের খুলশী, পাহাড়তলীর একাংশ, আকবর শাহ এবং আমবাগানসহ বিস্তৃত এলাকার কয়েক লাখ মানুষকে বায়েজিদ লিংক রোড ধরতে জিইসি এবং দুই নম্বর গেট ঘুরে যেতে হচ্ছে। ফিরতি পথেও একইভাবে ষোলশহর দুই নম্বর গেট এবং জিইসি ঘুরতে হচ্ছে। এই অবস্থার অবসান ঘটিয়ে গতিশীলতায় নতুন গতি আনতে আমবাগান সড়কের সাথে জাকির হোসেন রোড এবং বায়েজিদ লিংক রোড যুক্ত করে দেয়া হচ্ছে। নর্থ সাউথ১ নামের এই সড়কটি নির্মিত হলে শহরের বিকল্প রাস্তার পাশাপাশি যান চলাচলে প্রত্যাশিত গতিশীলতা তৈরি হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের শীর্ষ একজন কর্মকর্তা গতকাল দৈনিক আজাদীকে জানান, আমবাগান থেকে জাকির হোসেন রোডের মুরগীর ফার্ম হয়ে বায়েজিদ লিংক রোডের এশিয়ান উইমেন ইউনিভার্সিটির পাশ পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ ৮০ ফুট চওড়া চার লেনের একটি রাস্তা নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৩৭ কোটি ৩৩ লাখ ৭ হাজার টাকা। প্রকল্পটির ডিপিপি তৈরি করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠানো হলে মন্ত্রণালয় থেকে অনুমোদন দেয়া হয়। গণপূর্ত মন্ত্রণালয় থেকে প্রকল্প ব্যয়ের অর্থের ব্যাপারে অনুমোদনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে অর্থ মন্ত্রণালয়ে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলেও ওই কর্মকর্তা জানান।

বিষষটি নিয়ে গতকাল সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল করিমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমবাগান সড়ক থেকে জাকির হোসেন রোড হয়ে সহজে বায়েজিদ লিংক রোডে যাতায়াতের জন্য নর্থ সাউথওয়ান নামের চার লেনের একটি সড়ক নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এই সড়কটি নির্মিত হলে বহু গাড়িকেই আর জিইসি বা ষোলশহর দুই নম্বর গেট ব্যবহার করতে হবে না। যা নগরীর যান চলাচলের ক্ষেত্রে ইতিবাচক একটি গতিশীলতা তৈরি করবে। তিনি বলেন, ফৌজদারহাট বায়েজিদ লিংক রোড চালু হওয়ায় যান চলাচলে যেই গতিশীলতার সৃষ্টি হয়েছে নর্থ সাউথওয়ান সড়কটি তাতে নতুন মাত্রা যোগ করবে। এটি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মাস্টারপ্ল্যানের একটি অগ্রাধিকার প্রকল্প হিসেবে চিহ্নিত করা আছে বলেও সিডিএ চেয়ারম্যান উল্লেখ করেন।

পূর্ববর্তী নিবন্ধকাল পীর আল্লামা সাবির শাহ্‌ এখন চট্টগ্রামে
পরবর্তী নিবন্ধ৬৬ বছরে আজাদী