চান্দগাঁও ৪নং ওয়ার্ড আওতাভুক্ত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত বুধবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ডের ৯টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহর নির্দেশে ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল কবির রানার নেতৃত্বে একটি প্রতিনিধি দল চান্দগাঁও থানা পূজা উদযাপন কমিটির সভাপতি দীপংকর ভট্টাচার্য এবং সাধারণ সম্পাদক সমিরন দাশের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাথে মতবিনিময় সভা করেন। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।