নগরীর চান্দগাঁও থানার খাজা রোডের বাদামতল এলাকা থেকে ১৮৫ গ্রাম আইসসহ (ক্রিস্টাল মেথ) দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা আইসের আনুমানিক মূল্য ১৮ লাখ ৫০ হাজার টাকা। গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন, হামিদ হোসেন (২৮) ও ফারুক (৩৮)। এর মধ্যে হামিদ কক্সবাজারের টেকনাফের মধ্যম হ্নীলা এলাকার ও ফারুক চট্টগ্রামের বাদামতল এলাকার বাসিন্দা। এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা বলেছে, হামিদ সীমান্তবর্তী এলাকা থেকে আইস সংগ্রহ করে চট্টগ্রামে ফারুকের কাছে আনত। পরে তারা সেগুলো মাদকসেবী ও বিক্রেতাদের কাছে বিক্রি করতো। এক সময় তারা টেকনাফ থেকে ইয়াবা এনে চট্টগ্রামে বিক্রি করতো। তবে কিছুদিন ধরে তারা আইস আনা শুরু করেছে। এর আগেও তারা কয়েকবার চট্টগ্রামে আইসের চালান এনে বিক্রি করেছিল। তিনি আরও বলেন, বহদ্দারহাট এলাকা থেকে ফারুককে ৮৫ গ্রাম আইসসহ গ্রেপ্তার করার পর তার দেওয়া তথ্যে খাজা রোড বাদামতল এলাকা থেকে হামিদকে আরও ১০০ গ্রাম আইসসহ গ্রেপ্তার করা হয়। যার আনুমানিক মূল্য ১৮ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।