সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন চাটগাঁইয়্যা নওজোয়ানের ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ৩০ জুলাই শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাব বঙ্গবন্ধু হলে সংগঠনের সভাপতি জামাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক মেয়র এম. রেজাউল করিম চৌধুরী।
উদ্বোধক ছিলেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন। সংগঠনের সাধারণ সম্পাদক আহিল সিরাজ ও যুগ্ম সম্পাদক ইলিয়াছ ইলুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, শৈবাল দাশ সুমন, রুমকি সেনগুপ্ত, চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, আমান উল্লাহ্ আল ছগির ছুট্টু, রেহানা বেগম রানু, আঞ্জুমান আরা বেগম, সংগীতশিল্পী আবদুল মান্নান রানা, সাইফুদ্দিন মাহমুদ খান, অ্যাড. মহিবুল্লাহ চৌধুরী, কাজী রবিউল হোসেন, মো. সাব্বিরুল আলম চৌধুরী, মো. কামাল উদ্দিন, শিল্পী ইকবাল হায়দার, সাজেদুল আলম মিল্টন। শুভেচ্ছা বক্তব্য রাখেন উদযাপন পরিষদের আহ্বায়ক মো. জসিম উদ্দিন চৌধুরী ও সদস্য সচিব মো. মঞ্জুর আলম বাবুল। বক্তব্য রাখেন এম. এ মুছা বাবলু, ডা. মোহাম্মদ রকিব উল্লাহ, রকিবুল হাসান সোহেল, মো. মঞ্জুর আলম, জানে আলম জনি, আনোয়ার হায়দার রাজিন, মোজাহেরুল ইসলাম, রায়হান সুলতানা নিহা, সীমা সেন, ওমর আলী রনি, আবুল কালাম, জাফর ইকবাল, আব্দুর রাজ্জাক প্রমুখ। এতে বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও সাংগঠনিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৮ জনকে সম্মাননা প্রদান করা হয়।
সংবর্ধিতরা অধ্যাপক শফিকুল ইসলাম (মরণোত্তর), পূর্বকোণ লি. এর চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী, অ্যাড. কামরুন নাহার, এম. আবু ছালেহ, ব্যারিস্টার মনোয়ার হোসেন, আসিফ ইকবাল, আবু তাহের চিশ্তী ও পান্থ কানাই।
এ উপলক্ষে চাটগাঁইয়্যা সেরাকন্ঠ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা বলেন, চট্টগ্রামের আঞ্চলিক সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরতে চাটগাঁইয়্যা নওজোয়ানের প্রচেষ্টা অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।