চলো সবাই

আ.ফ. ম. মোদাচ্ছের আলী | বুধবার , ২৬ জানুয়ারি, ২০২২ at ৭:৫৫ পূর্বাহ্ণ

 

মাঘের শীতে জুবুথুবু

হচ্ছে সবাই আজ

কোভিড কালে সবসময়ে

করবো ভালো কাজ।

চলো সবাই একসাথে সব

মা বাবাকে বলি

শীতের কাপড় দিতে হবে

পাড়ায় অলি গলি।

গরীব মানুষ কষ্ট করে

কাটায় যারা রাত

ওদের জন্য আনি চলো

আলোর সুপ্রভাত।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাহ
পরবর্তী নিবন্ধশীতের কামড়