চমেক ছাত্রাবাসে ছাত্রলীগের দুই পক্ষে হাতাহাতি

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:২২ পূর্বাহ্ণ

কয়েকজন ছাত্রকে ঢুকতে না দেয়াকে কেন্দ্র করে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) প্রধান ছাত্রাবাসে ছাত্রলীগের দুই পক্ষে হাতাহাতি হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৩টার দিকে চকবাজার থানার গোয়াছিবাগান এলাকায় অবস্থিত ছাত্রাবাসটিতে এ ঘটনা ঘটে। অবশ্য খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর মাধ্যমে বড় ধরনের সংঘর্ষ এড়ানো গেছে।
চমেক সূত্রে জানা গেছে, শ্রেণি কার্যক্রম বন্ধ থাকায় পুরুষ ছাত্রাবাসে সাধারণ ছাত্ররা থাকেন না। কেবল পরীক্ষার্থীরা অবস্থান করছেন। গতকাল কিছু ছাত্র হলে উঠতে চাইলে তাদের বাধা দেয় আরেক পক্ষ। দুই পক্ষই ছাত্রলীগের কর্মী। বিষয়টি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে তারা। প্রসঙ্গত, বর্তমানে ৩০০ জন শিক্ষার্থী ছাত্রবাসটিতে অবস্থান করছেন।
কলেজের অধ্যক্ষ শাহেনা আক্তার সাংবাদিকদের বলেন, কিছু ছাত্র পরীক্ষার্থীদের সঙ্গে উঠতে চাইলে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ ডেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এখন পুলিশ মোতায়েন রয়েছে। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, ছোট বিষয় নিয়ে চমেক ছাত্রলীগের দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই আমরা তাদের সরিয়ে দিই।

পূর্ববর্তী নিবন্ধজেলা প্রশাসকের স্বাক্ষর জাল করে প্রতারণা একজনের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধমুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা ১৫ ফেব্রুয়ারি