জেলা প্রশাসকের স্বাক্ষর জাল করে প্রতারণা একজনের কারাদণ্ড

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা প্রশাসকের স্বাক্ষর জাল করে প্রতারণার দায়ে জামাল উদ্দিন নামের এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুকের নেতৃত্বে পরিচালিত আদালত এ দণ্ড দেয়। দণ্ডিত জামাল ডবলমুরিং থানার মোগলটুলি এলাকার বাসিন্দা। এঘটনায় মোজাম্মেল নামের আরেক প্রতারকের বিরুদ্ধে ভুক্তভোগীরা বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করে। মোজাম্মেল আলকরণ এলাকার বাসিন্দা। নিজেকে ২৫তম বিসিএস পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করছিল সে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মর্জিনা নামের এক মহিলার কাছ থেকে তার ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছেলেকে সরকারি মুসলিম হাইস্কুলে ভর্তি করিয়ে দেবে বলে জামাল উদ্দিন ৫০ হাজার টাকা দাবি করে। প্রাথমিকভাবে ১০ হাজার টাকা পরিশোধও করে মর্জিনা।
এদিকে জামাল মোজাম্মেলের সহায়তায় ভর্তির আবেদন পত্রের উপর জেলা প্রশাসক মো. মমিনুর রহমানের স্বাক্ষর জাল করে সুপারিশ করে। সুপারিশপত্র নিয়ে স্কুলে যাওয়ার পর তারিখে ভুল থাকায় স্কুল কর্তৃপক্ষ মর্জিনাকে জেলা প্রশাসকের কার্যালয়ে যোগাযোগ করতে বলে। পরে জেলা প্রশাসনের কার্যালয়ে গেলে স্বাক্ষর জালের বিষয়টি ধরা পড়ে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক দৈনিক আজাদীকে বলেন, স্বাক্ষর জালের বিষয়টি জেলা প্রশাসনের নজরে এলে জামালকে তাৎক্ষণিক আটক করে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। ভবিষ্যতে এ ধরনের কাজ করবে না মর্মে মুচলেকাও নেয়া হয়।
ওমর ফারুক বলেন, ভুক্তভোগীরা বাদী হয়ে অপর প্রতারক মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা করেছে। মোজাম্মেল প্রতারণার মাধ্যমে ছয় হাজার টাকা হাতিয়ে নিয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে শনাক্ত আরও ১০৮
পরবর্তী নিবন্ধচমেক ছাত্রাবাসে ছাত্রলীগের দুই পক্ষে হাতাহাতি