চবি সনাতন ধর্ম পরিষদের বাণী অর্চনা উৎসব

| শুক্রবার , ২৭ জানুয়ারি, ২০২৩ at ১০:২৫ পূর্বাহ্ণ

সনাতন ধর্ম পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশ্ববিদ্যালয় উত্তর ক্যাম্পাসস্থ কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে গতকাল বৃহস্পতিবার বাণী অর্চনা ২০২৩ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলবাণী অর্চনা, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, আলোচনা সভা, ভজনকীর্তন, ঢাকবাদ্য ও ধুনুচি নৃত্য, সন্ধ্যারতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

এ উপলক্ষে দুপুর সাড়ে ১২টায় আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, চবি শিক্ষক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) প্রফেসর আবদুল হক এবং চবি কেন্দ্রীয় মন্দিরের সভাপতি প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী। মূখ্য আলোচক ছিলেন চবি অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. জ্যোতি প্রকাশ দত্ত।

চবি সনাতন ধর্ম পরিষদের সভাপতি প্রফেসর ড. তাপসী ঘোষ রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. সজীব কুমার ঘোষের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন বানী অর্চনা উদযাপন২০২৩ কমিটির আহ্বায়ক ড. সুমন গাঙ্গুলী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ড. মোহাম্মদ আবদুল্লাহ মামুন, প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দীন, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ, প্রফেসর ড. মো. দানেশ মিয়া, প্রফেসর ড. জ্ঞান রত্ন শ্রমণ, অধ্যাপক রেজাউল করিম।

উপউপাচার্য তার বক্তব্যে বাণী অর্চনা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীসহ উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ধর্ম চর্চা ও অনুশীলন মানুষকে নৈতিকতা বোধসম্পন্ন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। তিনি শিক্ষার্থীদেরকে জ্ঞানের আলোয় আলেকিত মানুষ হিসেবে গড়ে উঠার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅংকুর সোসাইটি বালিকা বিদ্যালয়ের কম্বল বিতরণ
পরবর্তী নিবন্ধস্মার্ট বাংলাদেশ রূপান্তরে মাদরাসা শিক্ষার্থীদের সারথী হতে হবে