চবি ব্যাচ-৩১ ক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

| সোমবার , ১ এপ্রিল, ২০২৪ at ১০:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫৯৬ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যাচ৩১ ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী পরিষদ (২০২৪২৬ মেয়াদ) দায়িত্বভার গ্রহণ করেছে। গত ২৯ মার্চ বিকেল ৫টায় কাজীর দেউড়িস্থ ক্লাব হাউজে আয়োজিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নবগঠিত কমিটির সহসভাপতি জয়নুল টিটো ও সাধারণ সম্পাদক নাসিরুল আলম টনিসহ অন্যান্য সদস্যবৃন্দের হাতে সংগঠনের দায়িত্বভার হস্তান্তর করেন সংগঠনের বিদায়ী কমিটির সহসভাপতি মেজর মেজবাহ, সাধারণ সম্পাদক রাজু আহমেদ খান ও অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি জাহিদ আকতার, নির্বাচন কমিশন সদস্য শামসুর রহমান রাকিব ও আইয়ুব আলী। এ সময় নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করে বলেন, নিয়মিত বার্ষিক সভা আয়োজন করার মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন নেতৃত্বের হাতে নিয়মতান্ত্রিকভাবে দায়িত্বভার অর্পণ করা ক্লাবের অগ্রযাত্রার ক্ষেত্রে এক অনন্য সাফল্য। উল্লেখ্য, ২০১১ সালে প্রতিষ্ঠার পর এ ক্লাবের এটি পঞ্চম কমিটি। প্রতি তিন বছর পরপর এ ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারী পূজা পরিষদের ৪০ বছর পূর্তি
পরবর্তী নিবন্ধবিভিন্ন সংগঠনের ইফতার মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ