হাটহাজারী পূজা পরিষদের ৪০ বছর পূর্তি

| সোমবার , ১ এপ্রিল, ২০২৪ at ১০:৩১ পূর্বাহ্ণ

হাটহাজারী পূজা উদ্‌যাপন পরিষদ উপজেলা শাখার ৪০ বছরপূতি উৎসব সংগঠনের সভাপতি অলক মহাজনের সভাপতিত্বে একটি কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সংগঠন সাধারণ সম্পাদক মাস্টার সুজন তালুকদার পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত। স্বাগত বক্তব্য রাখেন বিজয় কুমার দত্ত। মঙ্গল প্রদীপ প্রজ্জলন ও আশীর্বাদক ছিলেন সূনীতি বিকাশ আচার্য। উদ্বোধক ছিলেন জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ। মহান অতিথি ছিলেন র‌্যাব ৭ এর সিনিয়র এএসপি তাপস কর্মকার, সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন পৌরসভা প্রশাসক মন্‌জুরুল আলম চৌধুরী। মূখ্য আলোচক ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন। বক্তব্য রাখেন অশোক কুমার নাথ, বিপুল দত্ত, কেশব কুমার বড়ুয়া, দূর্গাপদ নাথ, মো. মহিউদ্দিন সুমন, অ্যাডভোকেট কাজী মো. সাইফুর রহমান, অনুপম বড়ুয়া, বিপ্লব চন্দ্র মুহুরী, রনজিব দেবনাথ, নাথ, লিটন নাথ, ডা. রাসেল নন্দি, নির্মল নাথ, হারাধন চৌধুরী, দীপক মজুমদার, রুপেশ শীল, কৃষ্ণ বনিক, সনজিব নাথ, শিবুরাম কৃষ্ণ দে জিটু, উজ্জ্বল দে, উওম বিশ্বাস, রাজু দেবনাথ, টিটু শীল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবহমান সময়
পরবর্তী নিবন্ধচবি ব্যাচ-৩১ ক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ