চবি প্রশাসনের সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর মতবিনিময়

| শুক্রবার , ৫ মে, ২০২৩ at ৭:৩২ পূর্বাহ্ণ

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২২০২৩ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে বিভিন্ন ইউনিট ভিত্তিক চট্টগ্রাম অঞ্চলের ভর্তি প্রার্থীদের ভর্তি পরীক্ষা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২২২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে বিভিন্ন ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষাসমূহ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট সকল সংস্থার প্রতিনিধিবৃন্দের সাথে চবি কর্তৃপক্ষের এক মতবিনিময় সভা গত ৩ মে নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এতে চবি উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার শুরুতে আসন্ন ভর্তি পরীক্ষার বিস্তারিত কর্ম পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন চবি ভর্তি কমিটির সচিব ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোছাইন।

সভায় চবি সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর, চবি সিন্ডিকেট সদস্য ও চবি আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ খাইরুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ, কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী, চবি প্রক্টর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার, প্রফেসর ড. বায়েজীদ মাহমুদ খান, মোহাম্মদ আশরাফ উদ্দীন, . মোহাম্মদ মঈনুল ইসলাম, প্রফেসর ড. এফ এম এনায়েত হোসেন, প্রকৌশলী (ভারপ্রাপ্ত) সৈয়দ জাহাঙ্গীর ফজল, মো. আমীরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার চট্টগ্রাম আবু তৈয়ব মো. আরিফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফাউন্ডেশন ফর অটিজম রিসার্চ এন্ড এডুকেশনের সেমিনার
পরবর্তী নিবন্ধকেম্বিস