চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সিএনজি চালক কর্তৃক মারধরের শিকার হয়েছেন এক শিক্ষার্থী। এর প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক আটকিয়ে অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মারধরের শিকার শিক্ষার্থীর নাম আকিভ জাভেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র। জানা যায়, আন্দোলনতকারী সবাই ছাত্রলীগের সাথে জড়িত এবং শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী। গতকাল মঙ্গলবার বিকেল চারটা থেকে প্রধান ফটক আটকে রেখে আন্দোলন করে শিক্ষার্থীরা। পরে প্রক্টরিয়াল বডির লোকজন প্রায় দুই ঘণ্টা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, বিকেল সাড়ে তিনটার দিকে এক নাম্বার গেইট এলাকায় সিএনজিওয়ালার সাথে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আকিভ জাভেদের তর্কাতর্কি হয়। তর্কাতর্কির এক পর্যায়ে সিএনজিওয়ালা আকিভকে মারধর করে। এরপর সে দ্রুত সিএনজি নিয়ে স্থান ত্যাগ করে পালিয়ে যায়।
তারা বলেন, প্রায় সময়ই সিএনজি ওয়ালাদের হাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা হেনস্তার শিকার হয়ে আসছে। প্রশাসন এ নিয়ে ব্যবস্থা গ্রহণ না করলে আমাদের আন্দোলন তীব্রতর হবে। চবি প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া আজাদীকে বলেন, বিষয়টি শুনেছি। আমাদের লোকজন সেখানে গিয়েছে। এখন পরিস্থিতি ঠাণ্ডা। আমরা বিষয়টি খতিয়ে দেখবো আসলে কি হয়েছে।