চন্দনাইশে জেলিযুক্ত গলদা চিংড়ি জব্দ

মৎস্য ব্যবসায়ীকে জরিমানা

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ১১ অক্টোবর, ২০২২ at ৬:৩১ অপরাহ্ণ

চন্দনাইশে জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রি করার সময় প্রায় ৮ কেজি গলদা চিংড়ি জব্দ ও ১ মৎস্য ব্যবসায়ীকে ৫শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ১০টায় চন্দনাইশ পৌরসভা কাঁচা বাজারে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

জানা যায়, উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে আজ মঙ্গলবার সকাল ১০টায় চন্দনাইশ পৌরসভা কাঁচা বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরীন আকতারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

এসময় বাজারে কোনো ধরনের ইলিশ মাছ পাওয়া না গেলেও বিক্রির জন্য রাখা জেলিযুক্ত প্রায় ৮ কেজি গলদা চিংড়ি জব্দ এবং ১ মৎস্য ব্যবসায়ীকে ৫শ’ টাকা জরিমানা করা হয়।

জব্দকৃত চিংড়ি মাছগুলো উপজেলার ২টি এতিমখানায় বিলি করা হয়।

এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসান আহসানুল কবিরসহ মৎস্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে সহায়তা করেন আনসার ভিডিপি’র একদল সদস্য।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরীন আকতার।

পূর্ববর্তী নিবন্ধসুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী তুলে দিল সিআইইউর এসডব্লিউএস
পরবর্তী নিবন্ধকক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে পর্যটকের মৃত্যু