চট্টগ্রাম যুব বিদ্রোহ দিবস আজ

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১৮ এপ্রিল, ২০২৪ at ৭:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম যুব বিদ্রোহ দিবস আজ। ১৯৩০ সালের এইদিনে অনিঃশেষ গর্ব এবং অমিত শৌর্যে চট্টগ্রামের অকুতোভয় বিপ্লবীরা মৃত্যুকে আলিঙ্গন করে সাম্রাজ্যবাদী ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। টানা চারদিন ব্রিটিশদের কবল থেকে মুক্ত রেখেছিল চট্টগ্রামকে। ব্রিটিশ সাম্রাজ্যের ভীত নাড়িয়ে দেওয়া সেইসব বিপ্লবীরা আমাদের স্বপ্ন দেখিয়েছেন স্বাধীনতার। শুধু চট্টগ্রাম নয়, পুরো ভারতবর্ষেই এই বিপ্লবগাথা অবিস্মরণীয় হয়ে আছে।

সেই কালজয়ী তেজোদ্দীপ্ত সময়কে ধারণ করে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম আয়োজন করেছে ‘রাস্তা জুড়ে রোদ হোক’ শিরোনামে চট্টগ্রাম যুব বিদ্রোহ দিবসের অনুষ্ঠান।

এ উৎসব শুরু হবে নগরীর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে আজ সকাল দশটায় শেষ হবে দুপুর একটায়। এখানে বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে চট্টগ্রামের সাংস্কৃতিক সংগঠনসমূহ কবিতা নৃত্য ও সংগীত পরিবেশন করবে। এছাড়া বিপ্লবীদের কথামালা পর্বে উপস্থিত থাকবেন বিশিষ্টজন।

পূর্ববর্তী নিবন্ধচিকিৎসকের উপর হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে পটিয়ায় মানববন্ধন
পরবর্তী নিবন্ধমধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর