চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে বিশ্ব অটিজম সচেতনতা দিবস

| বুধবার , ৩ এপ্রিল, ২০২৪ at ১১:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রে গতকাল ১৭তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ। অনুষ্ঠানে অটিজম এবং বিশেষায়িত শিশুদের মাঝে পুরস্কার বিতরণ ও পুষ্টিকর দই সরবরাহ করা হয়। দিবসটির এবারের প্রতিপ্রাদ্য বিষয় ‘সচেতনতাস্বীকৃতিমূল্যায়ন : ‘শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা’।

এ সময় আরো উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, উপপরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম, শিশু বিকাশ কেন্দ্রের সহযোগী অধ্যাপক ডা. ধনঞ্জয় দাশ, সহকারী অধ্যাপক ডা. ওয়াহিদা আক্তার, সহকারী অধ্যাপক ডা. রেহানা আহমেদসহ অন্যান্য থেরাপিস্টবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউত্তর জেলা আ. লীগের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধবত্রিশ নম্বর বাড়ি