চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শব্দদূষণ বন্ধ হোক

| বুধবার , ১৫ মার্চ, ২০২৩ at ৬:০৮ পূর্বাহ্ণ

প্রাচ্যের রাণীখ্যাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কখনো কখনো দুপুরে বিশেষ করে সন্ধ্যা ও রাতে শহীদ মিনার প্রাঙ্গণে, উন্মুক্ত মঞ্চ, বুদ্ধিজীবী চত্বর ইত্যাদি জায়গায় উচ্চশব্দে গান বাজানো হয়। দুপুরে গান বাজানো হলে হলে ক্লাসরুমে ছাত্রছাত্রীরা মনোযোগ দিয়ে ক্লাস করতে পারে না। গানের আওয়াজ স্পষ্টভাবে মেয়েদের হল পর্যন্ত শোনা যায়। এতে অনেকের ঘুমের ব্যাঘাত ঘটে। অনেক সময় সন্ধ্যা থেকে রাত পর্যন্ত গান বাজতে থাকে।

টিউশন থেকে ফিরে বিশ্রাম নিতেও সমস্যা হয়। অনেকে শিক্ষার্থীর পরীক্ষা থাকলেও তারা গানের আওয়াজের কারণে পড়াশোনা করতে পারে না। এর ফলে পরীক্ষায়ও তার প্রভাব পড়ে। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উচ্চৈঃস্বরে গান আওয়াজের কারণে মেজাজ খিটখিটে হয়ে যায়, পড়াশোনায় মন বসে না। এই শব্দদূষণ বন্ধ করা না গেলে শিক্ষার্থীদের পড়াশোনায় বাঘাত ঘটবে। এর ফলে তাদের ফলাফল খারাপ হবে। কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ, অতিদ্রুত শব্দদূষণ বন্ধের জন্য পদক্ষেপ নেওয়া হোক।

সুস্মিতা চক্রবর্তী

শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

পূর্ববর্তী নিবন্ধজলধর সেন : সাংবাদিক ও শিশুসাহিত্যিক
পরবর্তী নিবন্ধ২৫শে মার্চ ও শহীদ মমিন ভাই