চট্টগ্রাম বিমানবন্দরে ২ কোটি ৮৭ লাখ টাকার বিদেশি মুদ্রা উদ্ধার

দুবাইগামী ফ্লাইটে তল্লাশি

আজাদী প্রতিবেদন | বুধবার , ৮ মে, ২০২৪ at ৬:১৮ পূর্বাহ্ণ

ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের ভিতর থেকে ২ কোটি ৮৭ লাখ টাকারও বেশি বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম বিমানবন্দর কাস্টমস টিম গতকাল মঙ্গলবার বিকেলে বৈদেশিক মুদ্রাগুলো উদ্ধার করা হয়। এগুলো দেশ থেকে দুবাই নিয়ে যাওয়া হচ্ছিল বলে কাস্টমস সূত্র জানিয়েছে।

বিমানবন্দর কাস্টমস সূত্র জানায়, ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি১৪৭ গতকাল বিকেল ৫টার সময় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি অবতরণের পর কাস্টমস টিম নিয়মিত তল্লাশির অংশ হিসেবে এয়ারক্রাফটে উঠে এবং যাত্রীবিহীন ১৭এ নম্বর সিটের ওভারহেড কেবিনে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ পাওয়া যায়। ব্যাগটি স্ক্যানিং করে উক্ত ব্যাগে ১৮৭৫ পিস ৫০০ সৌদি রিয়াল (মূল্য বাংলাদেশি টাকায় ২ কোটি ৭৬ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা) এর নোট এবং ১০০ পিস ১০০ মার্কিন ডলার (মূল্য বাংলাদেশি টাকায় ১১ লাখ টাকা) এর নোট পাওয়া যায়। সৌদি রিয়াল এবং ইউএস ডলার মিলে সর্বমোট ২ কোটি ৮৭ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। বিমান বাংলাদেশ সিকিউরিটি ও এপিবিএন কাস্টমসকে সহযোগিতা করে বলেও কাস্টমসের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান। বৈদেশিক মুদ্রার চালানটি জব্দ করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার পদক্ষেপ নেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় কারখানার বর্জ্যের পানি পান, মহিষের মৃত্যু
পরবর্তী নিবন্ধহজযাত্রীরা ১১ মে পর্যন্ত ভিসার আবেদন করতে পারবেন : মন্ত্রণালয়