নৌ–পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় চট্টগ্রাম বন্দরকে আকর্ষণীয় করে গড়ে তুলতে একটি থ্রি–ডি মডেল তৈরি করার সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়। কমিটির সদস্য নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, মোঃ মজাহারুল হক প্রধান, মাহফুজুর রহমান, ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল, মোঃ আছলাম হোসেন সওদাগর এবং এস এম শাহজাদা সভায় অংশগ্রহণ করেন। খবর বাসসের। সভায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদ্যমান সমস্যা, রাজস্ব আয়–ব্যয়, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নয়নের পরিকল্পনার বিষয়ে বিষদ আলোচনা করা হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে এ বিষয়ে ৫–৬ সদস্য বিশিষ্ট একটি স্থায়ী কমিটি গঠন করার জন্য সুপারিশ করা হয় যারা নিয়মিত ফলোআপ করার মাধ্যমে বন্দরের উন্নয়নে সহায়তা করবে।