জমির টপ সয়েল কাটার দায়ে মিনি ট্রাক আটক ও জরিমানা

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ২৪ জানুয়ারি, ২০২২ at ৮:২৪ পূর্বাহ্ণ

 

 

হাটহাজারী পৌরসভার মীরেরহাট এলাকায় অভিযান পরিচালনা করে জমির টপ সয়েল কাটার দায়ে একটি মিনি ট্রাক আটক করেছে উপজেলা প্রশাসন। গত শনিবার এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম। গতকাল রোববার ট্রাক মালিককে অর্থদন্ড প্রদান পূর্বক সতর্ক করে আটককৃত ট্রাক ছেড়ে দেয়া হয়েছে। জানা যায়, মীরেরহাট এলাকায় অভিযান পরিচালনা করে জমির টপ সয়েল কাটার দায়ে একটি মিনি ট্রাক আটক করা হয়েছে। জমির উর্বরতা বিনষ্ট ও পরিবেশের জন্য ক্ষতিকর এই মাটি কাটা ও পরিবহনের দায়ে গাড়ির মালিক মো. শাহ আলমকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে ইউএনও মো. শাহিদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জমির টপ সয়েল কাটার অপরাধে একটি মিনি ট্রাক আটক করা হয়েছে। আটককৃত ট্রাকের মালিককে গতকাল রোববার জরিমানা করা হয়। ভবিষ্যতে এধরনের কর্মকান্ডের পুনরাবৃত্তি ঘটলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে মর্মে সতর্ক করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দরকে আকর্ষণীয় করে গড়তে থ্রি-ডি মডেল তৈরি করার সুপারিশ
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে ইয়াবাসহ যুবক আটক