চট্টগ্রামে গঠিত হয়েছে চলচ্চিত্র শিক্ষণ বিযয়ক সংগঠন “চট্টগ্রাম ফিল্ম ইন্সটিটিউট”। ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় সিআরবির উন্মুক্ত প্রান্তরে এক সাধারণ সভায় ইন্সটিটিউট গঠিত হওয়ার পর এর কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
শৈবাল চৌধুরীকে সভাপতি এবং ড. মো. মোরশেদুল আলম, ফিরোজ আহমেদ ও শাহীন মাহমুদকে সহ সভাপতি করে ১৭ সদস্যের কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়। পরিষদের অন্য সদস্যরা হচ্ছেন; সাধারণ সম্পাদক আরাফাতুল আলম, যুগ্ম সম্পাদক নাজমুল আলম ইমন, সাংগঠনিক সম্পাদক রূপম সেন, অর্থ সম্পাদক মো. ইমাম হোসেন, তথ্যপ্রযুক্তি সম্পাদক মো. এখলাস হোসেন, জনসংযোগ সম্পাদক শাহরিয়ার আদনান শান্তনু, কার্যনির্বাহী সদস্য : সঞ্জয় বিশ্বাস, সালাউদ্দিন সোহেল, রেজাউল করিম, বিশ্বজিৎ চক্রবর্তী, সৈয়দ ইজলাল আহমেদ, ইফতেখার আহমদ সায়মন এবং সোহম চৌধূরী জয়।
সভায় ১৮ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদও গঠন করা হয়। মার্চের প্রথম সপ্তাহ থেকে ইন্সটিটিউটের সার্বিক কার্যক্রম শুরু করার ব্যাপারে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি