চট্টগ্রাম প্রেস ক্লাবে আন্তর্জাতিক ন্যাশ দিবস পালন

| শনিবার , ১০ জুন, ২০২৩ at ৫:১৮ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ন্যাশ বা ফ্যাটি লিভার (লিভারে চর্বি জনিত ক্ষত ও প্রদাহ) দিবস উপলক্ষে গত বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাব ও লিভার কেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত সভায় বক্তারা বলেনস্থুলতা বা অতিরিক্ত ওজন, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ, রক্তে অতিরিক্ত চর্বি, হাইপোথাইরয়েডিজম, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও আরামপ্রিয় জীবন যাপন, জাংক ফুড, ফাস্ট ফুড, তৈলাক্ত খাবার, অতিরিক্ত মিষ্টি ও কোলা জাতীয় পানীয় আসক্তি, মদ ও অন্যান্য মাদকদ্রব্য সেবন, কিছু ওষুধের ক্ষতিকর প্রভাব এবং হেপাটাইটিস বি ও সি সংক্রমণ ফ্যাটি লিভারের অন্যতম কারণ। তারা বলেনফ্যাটি লিভার প্রতিরোধে প্রতিদিন নূন্যতম ৪০ মিনিট জগিং বা হাটতে হবে। এছাড়াও সাতাঁর কাটা, সাইকেল চালানো এবং বাগানে কাজ করার অভ্যাস করা যেতে পারে। চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ্‌উদ্দিন মো. রেজার সভাপতিত্বে এবং সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। সভায় অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক রাকিব হাসান। প্রধান বক্তা ছিলেন লিভার কেয়ার সোসাইটির সভাপতি এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারি অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মাহমুদ। বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. তারেক শাম্‌স। খাদ্যাভ্যাস নিয়ে আলোচনা করেন পুষ্টিবিদ হাসিনা আকতার লিপি। প্রেস বিজ্ঞপ্তি।