চট্টগ্রাম চক্ষু হাসপাতাল রোগী কল্যাণ সমিতির ৪৪ তম কার্যকরী কমিটির সভা সমিতির সভাপতি ও হাসপাতালের ম্যানেজিং ট্রাস্টি চক্ষু চিকিৎসক ডা. রবিউল হোসেনের সভাপতিত্বে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের ইমরান সেমিনার হলে গত ৩১ মার্চ অনুষ্ঠিত হয়। সমাজসেবা অফিসার ও সাধারণ সম্পাদক সাবরিনা রহমান লিনার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল রোগীকল্যাণ সমিতির সহসভাপতি হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, বোরহানা কবির, সহ সম্পাদক জেসমিন সুলতানা পারু, জিয়াউদ্দিন খালেদ চৌধুরী, এস এম হারুন অর রশিদ, রোকেয়া জামান, লায়ন জানে আলম, মোহাম্মদ জাহাঙ্গীর মোস্তফা, এমদাদুল আজিজ চৌধুরী ও ডেপুটি ম্যানেজার (প্রশাসন) রোকনুন চৌধুরী প্রমুখ। সভায় সমাজসেবা অফিসার সাবরিনা রহমান লিনা আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। সভাপতির বক্তব্যে ডা. রবিউল হোসেন পবিত্র রমজান যাকাত ও দানের অর্থ চট্টগ্রাম চক্ষু হাসপাতাল রোগী কল্যাণ সমিতির তহবিলে প্রদান করার জন্য বিত্তবানদের আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।