চট্টগ্রাম কাস্টমসে ৪৯ লট পণ্যের নিলাম ১০ মার্চ

রয়েছে ফেব্রিক্সসহ নানা সামগ্রী ক্যাটালগ ও দরপত্র বিক্রি শুরু

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৪ মার্চ, ২০২২ at ৫:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কাস্টমসে বিভিন্ন ধরনের ফেব্রিক্স-রাসায়নিক পদার্থসহ ৪৯ লট পণ্য নিলামে তোলা হচ্ছে আগামী ১০ মার্চ। নিলাম শাখার কর্মকর্তারা জানান, নিলাম প্রক্রিয়ার অংশ হিসেবে গত বুধবার থেকে ক্যাটালগ ও দরপত্র বিক্রি শুরু হয়েছে। বিডাররা নির্ধারিত মূল্য পরিশোধ করে আগামী ৮ মার্চ পর্যন্ত ক্যাটালগ ও দরপত্র সংগ্রহ করতে পারবেন।
নিলাম শাখা সূত্রে জানা গেছে, ৪৯ লট পণ্যের মধ্যে রয়েছে- ইজিজি ইনকিউবেটর, ফুটওয়্যার সেন্ডেল, সেফটি গিয়ার ফ্রেম, গার্মেন্টস ফেব্রিক্স, কনক্রিট ব্লক, জেলিং এজেন্ট, পলি ব্যাগ, তেতুল বিচি, তৈরি পোশাক, ব্যবহৃত যন্ত্রপাতি, ওয়াটার ফিল্টার, গ্রে ফেব্রিক্স, অ্যাডভারটাইজিং স্যাম্পল, ক্যাপিটাল মেশিনারি, পিভিসি কম্পাউন্ড, সয়েল স্টাভিলাইজার, সালফিউরিক এসিড, টেক্সটাইল ব্যাগ, পেপার ট্যাগ, ল্যাবরেটরি সাপ্লাই, সেলফ অ্যাডহেসিভ ট্যাপ, অ্যামোনিয়া ভাল্ব, এয়ার কন্ডিশন ইউনিট, ট্রান্সফরমার অয়েল, হাইড্রোলিক অয়েল, গ্রীজ, কেমিক্যাল, ল্যাবরেটরি ইক্যুইপমেন্ট, প্লাস্টিক হ্যাংগার, বল বিয়ারিং, অলিভ অয়েল, রসুন, মিল্ক পাউডার ও পেট ফিল্ম, ইত্যাদি।
নিলাম শাখার সূত্রে জানা গেছে, বিডাররা অফিস চলাকালীন সময়ে চট্টগ্রাম কাস্টমসের নিলাম শাখা এবং নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠান মেসার্স কে এম কর্পোরেশনের মাঝিরঘাটের অফিস থেকে ক্যাটালগ ও দরপত্র সংগ্রহ করতে পারবেন। এছাড়া ঢাকার কাকরাইলে অবস্থিত শুল্ক আবগারি ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম-কমিশনারে (সদর) কার্যালয় থেকেও মূল্য পরিশোধ করে ক্যাটালগ ও দরপত্র সংগ্রহ করতে পারবেন। নিলামের দরপত্র আগামী ৮ মার্চ থেকে ৯ মার্চ বেলা ২টার মধ্যে জমা দেয়া যাবে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব কর্মকর্তার (প্রশাসন) কার্যালয়ে, চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে ও ঢাকার কাকরাইলে অবস্থিত শুল্ক আবগরী ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম-কমিশনারের (সদর) কার্যালয়ে। এরপর ১০ মার্চ বেলা আড়াইটায় বিডারদের উপস্থিতিতে দরপত্রের বাক্স খোলা হবে। নিলাম সম্পন্ন হওয়ার পর সর্বোচ্চ দরদাতাদের অনূকুলে পণ্য বিক্রির অনুমোদন দিবেন নিলাম কমিটির সদস্যরা। নিলামে অংশগ্রহণ করতে প্রতিষ্ঠানের ক্ষেত্রে দরপত্রের সাথে হালনাগাদ করা ট্রেড লাইসেন্স, ভ্যাট রেজিস্ট্রেশন সনদ, টিআইএন সার্টিফিকেটের কপি দাখিল করতে হবে। ব্যক্তির ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের কপি এবং হালনাগাদ টিআইএন সার্টিফিকেটের কপি দাখিল করতে হবে। এছাড়া ক্যাটালগে উল্লেখিত শর্ত পূরণ করে নিলামে অংশ নেয়া যাবে।
জানতে চাইলে চট্টগ্রাম কাস্টম হাউসের উপ-কমিশনার আলী রেজা হায়দার দৈনিক আজাদীকে বলেন, বন্দরের দীর্ঘদিনের কন্টেনার জট নিরসনে কাস্টমসে প্রতি মাসে অন্তত দুটি করে নিলাম অনুষ্ঠিত হতে হচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামী ১০ মার্চ ৪৯ লট পণ্য নিলামে তোলা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধলিটনের নান্দনিকতা নাসুমের ঘূর্ণি