চট্টগ্রাম ও তিন পার্বত্য জেলায় সেনাবাহিনীর খাদ্যসামগ্রী বিতরণ

করোনা মোকাবেলা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১০ মে, ২০২১ at ৪:৫৬ পূর্বাহ্ণ

দেশের চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় চট্টগ্রাম ও তিন পার্বত্য জেলার বিভিন্ন এলাকায় বেশ কিছুদিন যাবৎ দুস্থ, অসহায় ও হতদরিদ্রের মাঝে খাবার পানি, খাদ্য এবং ইফতার সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। যার মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, চিনিসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, যা একটি পরিবারের এক মাসের খাবার চাহিদা মেটাবে।
সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. সাইফুল আবেদীনের নির্দেশনায় গত ২২ এপ্রিল থেকে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। একই ধারাবাহিকতায় গতকাল চট্টগ্রামের মাঝের ঘোনা ও ইসলামপুর এলাকায় চট্টগ্রাম সেনানিবাসের ১৮ বীর ইউনিটের অধিনায়ক কর্তৃক ৩০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। করোনা পরিস্থিতি মোকাবেলা ও লকডাউনের বিধিনিষেধ মেনে চলার প্রেক্ষিতে সেনাবাহিনী চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলা সমূহের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও অসহায় মানুষদের সহায়তা প্রদানে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকোন আশঙ্কাকে এড়িয়ে চলার অবকাশ নেই : মেয়র
পরবর্তী নিবন্ধহতাশ ক্ষুব্ধ বিএনপি