মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত চট্টগ্রাম উন্মুক্ত সাইক্লিং প্রতিযোগিতা আগামীকাল ২৬ মার্চ শুক্রবার সকালে অনুষ্ঠিত হবে। গতকাল এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন সিজেকেএস কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সিজেকেএস সাইক্লিং কমিটির সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল (টুলু)। এছাড়া বক্তব্য রাখেন সিজেকেএস সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম। লিখিত বক্তব্যে বলা হয় চট্টগ্রামে প্রথমবারের মত এ সাইক্লিং প্রতিযোগিতা পতেঙ্গা সী বীচ হতে শুরু হবে। সী বীচ হতে চৌচালা রিং রোড পর্যন্ত ১০০ কি:মি: রোডে তিনটি ক্যাটাগরীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকাল ৬টায় প্রতিযোগিতা শুরু হবে এবং সকাল ১০টায় পুরস্কার বিতরন করা হবে। পুরস্কার বিতরন করবেন প্রধান অতিথি সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। পুরুষদের প্রতিযোগিতা হবে মাউন্টটেইন বাইক এবং রোড বাইক ক্যাটাগরীতে। মহিলাদের প্রতিযোগিতা অনুষ্ঠত হবে মিক্স রোড রেইস ক্যাটাগরীতে। প্রতিযোগিতার জন্য অনলাইনে আবেদনের প্রেক্ষিতে যোগ্যতার ভিত্তিতে ১০০ জনকে রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয়। এর মধ্যে পুরুষ বিভাগে ৮০ জন এবং মহিলা বিভাগে ২০ জন প্রতিযোগী চূড়ান্ত প্রতিযোগিতার অংশ নেবেন। মোট প্রতিযোগীর মধ্যে চট্টগ্রামের প্রতিযোগী ২০ জন বলে জানানো হয়। আন্তর্জাতিক মানের ডিজিটাল পদ্ধতিতে খেলোয়াড়দের টাইমিং এবং স্থান নির্ধারণ সহায়তা করা হবে। এ প্রতিযোগিতার জন্য ১০ লক্ষ টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে। প্রতিযোগিতায় প্রত্যেক ক্যাটাগরীর বিজয়ীদের মাঝে নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে। প্রথম স্থান অধিকারী ২০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারী ১৫ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারী ১০ হাজার টাকা পাবেন। এছাড়া ৪র্থ হতে ১০ম স্থান অধিকারীকে ৫ হাজার টাকা করে দেয়া হবে। প্রতিযোগিতায় বিজয়ী খেলোয়াড়গণ আসন্ন বাংলাদেশ গেমসে চট্টগ্রাম জেলা দলের পক্ষে অংশগ্রহন করবেন।
প্রতিযোগিতার সময় ১০০ জন ভলান্টিয়ার দায়িত্ব পালন করবেন। খেলোয়াড়,বিচারক এবং ভলান্টিয়ার প্রত্যেকে আলাদা জার্সি পরিধান করবেন। এ প্রতিযোগিতার কো-স্পন্সর ইমপেরিয়াল হাসপাতাল,সিএসটি টায়ার এবং সিসিএল। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য সৈয়দ আবুল বশর, নাসির মিঞা।