চট্টগ্রাম-আবুধাবি সরাসরি ফ্লাইট বন্ধ করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা এবং চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, বৃহত্তর চট্টগ্রামের প্রবাসীরা বাংলাদেশের রেমিটেন্সের উল্লেখযোগ্য সংখ্যক যোগানদাতা। যারা চট্টগ্রামের শাহ আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে প্রবাসে যাওয়া আসা করে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে কোনো প্রকার কারণ ছাড়াই চট্টগ্রাম-আবুধাবি সরাসরি ফ্লাইট সার্ভিসটি বন্ধ করে দেওয়া হয়েছে। হঠাৎ করে ফ্লাইট বন্ধ করে দেওয়ার ফলে প্রবাসীগণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে। বিদেশি ফ্লাইটে যাওয়া আসা করতে হলে প্রবাসীদের খরচ অনেকাংশে বৃদ্ধি পাবে যা চট্টগ্রামবাসীর সাথে বিমাতাসুলভ আচরণ বলে মনে করেন তিনি। বৃহত্তর চট্টগ্রামের হাজার হাজার প্রবাসীর স্বার্থে অবিলম্বে চট্টগ্রাম-আবুধাবি ফ্লাইট চালু করার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর কাছে দাবি জানান। অনতিবিলম্বে চট্টগ্রাম-আবুধাবি ফ্লাইট চালু না হলে চট্টগ্রামের প্রবাসীদের সাথে নিয়ে বাংলাদেশ বিমানের প্রধান কার্যালয়ের সামনে অনশনের ঘোষণা দেন সুজন। প্রেস বিজ্ঞপ্তি।











