চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের বার্ষিক সাধারণ সভা ও ২০২৪–২০২৫ সালের নতুন কার্যকরী কমিটির নির্বাচন গত বৃহস্পতিবার আইনজীবী সমিতির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি অ্যাড. তরুণ কিশোর দেবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাড. নিখিল কান্তি নাথ ও সমন্বয়কারী অ্যাড. বিবেকানন্দ চৌধুরীর সঞ্চালনায় সভার প্রথম অধিবেশনে বার্ষিক রিপোর্ট পেশ করা হয়। সভায় আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাড. চন্দন দাশ, অ্যাড. অজিত নারায়ণ অধিকারী, অ্যাড. কেশব চন্দ্র নাথ, অ্যাড. সঞ্জিবন সরকার প্রমুখ। এ ছাড়াও সভায় পরিষদের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, সাবেক সমন্বয়কারীসহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ২য় অধিবেশনে পরিষদের সাবেক সভাপতি অ্যাড. পরিমল চন্দ্র বসাক, অ্যাড. দিনমনি দে, অ্যাড. অনুপম চক্রবর্তী, অ্যাড. নিতাই প্রসাদ ঘোষ, অ্যাড. অশোক কুমার দাশকে নিয়ে গঠিত ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের মাধ্যমে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সনাতনী বিজ্ঞ আইনজীবীদের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।