চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত

আজাদী অনলাইন | শনিবার , ২০ এপ্রিল, ২০২৪ at ১১:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রাম ও কক্সবাজারের আশেপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২০ এপ্রিল) রাত ১০ টা ৪৬ মিনিট ৪০ সেকেন্ডের দিকে এই ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিমি।

এতে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা জহিরুল ইসলাম আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম ও কক্সবাজারের আশেপাশে মৃদু ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে ৩ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাঙ্গামাটি ও কাপ্তাই এলাকায়।

সামাজিম মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চট্টগ্রামের কয়েকজন যুবক জানান, ‘রাত পৌনে ১১টার দিকে হাল্কা ভূমিকম্প অনুভূত হয়। বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম।’

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে বিআরটিএর অভিযানে ৯ মামলায় ২১ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধডিসির স্বাক্ষর জাল করে অবিবাহিত সনদ তৈরি, মেয়াদ বাড়াতে গিয়ে ধরা