চট্টগ্রামে ব্যবসায়ীদের বিপুল টাকা আত্মসাৎ, ১৩ বছর পলাতক

দুই ব্যবসায়ীকে ঢাকায় গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩১ মে, ২০২৩ at ৫:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামে ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল টাকা আত্মসাতের মামলায় ১০টি সাজা পরোয়ানাসহ ১১টি পরোয়ানাভুক্ত দুই প্রতারক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. শওকত আলী (৪২) ও ফারুক হোসেন (৩৯)। তারা ১৩ বছর ধরে পলাতক ছিলেন। গত ২৯ মে রাজধানীর রামপুরা ও পুরানা পল্টন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. শওকত আলী কোতোয়ালী থানাধীন জামালখান আলী মঞ্জিলের মোহাম্মদ আলীর ছেলে। তিনি নগরীর কাজির দেউড়ি ভিআইপি টাওয়ারের নিউ লাকী ফেব্রিকস নামের প্রতিষ্ঠানের কর্ণধার। অন্যদিকে ফারুক হোসেন আছদগঞ্জের কবির মার্কেটের এফ এম ট্রেডার্স নামের প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী। তার বাবা মৃত আবদুল বারেক।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর গতকাল দুপুরে আজাদীকে বলেন, শওকত ও ফারুক অন্য ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল টাকা নিয়ে তাদের পাওনা পরিশোধ না করে দীর্ঘ ১৩ বছর ধরে পলাতক ছিলেন। তাদের অবর্তমানে পাওনাদাররা আদালতে মামলা করলে শওকত আলীর বিরুদ্ধে ৯টি মামলায় সাজা হয়েছে। অন্যদিকে ফারুক হোসেনের বিরুদ্ধে একটি মামলায় সাজা হয়েছে। অন্য একটি মামলায় তার পরোয়ানা ছিল।

তিনি জানান, এ দুজনের বিরুদ্ধে মোট ১০টি সাজা এবং একটি সিআর পরোয়ানা ছিল। তাদের সোমবার ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। রাতেই চট্টগ্রামে আনা হয়। মঙ্গলবার সকালে পরোয়ানামূলে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅবাধ-সুষ্ঠু নির্বাচনের পক্ষে থাকাদের ভিসানীতি নিয়ে ভয়ের কিছু নেই : পিটার হাস
পরবর্তী নিবন্ধগাছের সাথে বেঁধে রাখা ওই ৮ জন আসলে কে