চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ধর্ম উপদেষ্টা ফারুক ই আজম

| শুক্রবার , ১১ অক্টোবর, ২০২৪ at ৭:৪৬ পূর্বাহ্ণ

অন্তর্বর্তীকালীন সরকারের ত্রাণ ও দুর্যোগ এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতীক গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের চট্টল মহাশক্তি সম্মিলনী, চট্টগ্রাম সিটি কর্পোরেশন কুসুমকুমারী স্কুল, জেএমএম সেন হল, হাজারী গলি, প্রবর্ত্তক সংঘসহ বিভিন্ন দুর্গা পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এই সময় তাঁর সাথে ছিলেন বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম, জেলা প্রশাসক ফরিদা খানম, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদকেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত, প্রবর্ত্তক সংঘের সভাপতি ইন্দু নন্দন দত্ত, সাধারণ সম্পাদক শ্রী প্রকাশ দত্ত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদচট্টগ্রাম জেলার সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, মহানগর শাখার সভাপতি লায়ন আশীষ ভট্টাচার্য, জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন, সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, চট্টগ্রাম জেলার যুগ্মসাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিত, সাংগঠনিক সম্পাদক লায়ন রিমন মুহুরী, সহসাংগঠনিক সম্পাদক অধ্যাপক শিপুল কুমার দে, সহগ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক অমিতাভ দাশ, ধর্মীয় প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক চন্দন মজুমদার, অ্যাডভোকেট জনি দে, প্রফেসর সুনীল পাল, আশুতোষ দাশ, বিপ্লব চৌধুরী, বিপ্লব সেন প্রমুখ।

পরিদর্শনকালে ফারুক ই আজম বলেন, বাংলাদেশ সামপ্রদায়িক সমপ্রীতির দেশ। আবহমান কাল হতে এই দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানসহ সকল ধর্মবর্ণের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে। শারদীয় দুর্গোৎসব যাতে নির্বিঘ্নে, নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, সেজন্য বর্তমান সরকার বদ্ধপরিকর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার বিষয়ক সেমিনার
পরবর্তী নিবন্ধবাবার মৃত্যুতে বিশ্বকাপ রেখেই দেশে ফিরছেন পাক অধিনায়ক