চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু এবং আরও ১৭ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মনির হোসেন নামে ৬০ বছর বয়সের এ ব্যক্তি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মৃত্যুবরণ করেন। এ নিয়ে চট্টগ্রামে গত জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত ৩৬ জনের মৃত্যু হলো। এছাড়া গত একদিনে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯৪ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত এই রোগে ৪০৭ জনের মৃত্যু হল, আর হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ৭৮ হাজার ৫৯৫ জনে। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু কন্ট্রোল রুম গতকাল শনিবার সন্ধ্যায় জানিয়েছে, ডেঙ্গু আক্রান্ত নগরীর আকবরশাহ থানা এলাকার মনির হোসেনকে গত শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিনই তার মৃত্যু হয়। তথ্য অনুযায়ী, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৭ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ১৫ জন এবং বেসরকারি হাসপাতালে দুইজন। সরকারি হাসপাতালের ১৫ রোগীর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৬, জেনারেল হাসপাতালে ৭ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ২ জনকে ভর্তি করানো হয়। চলতি বছরে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৫৭৯ জনে। এদের ২ হাজার ৯৫৬ জন সরকারি হাসপাতালে এবং ৬২৩ জন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সরকারি–বেসরকারি মিলিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৪০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৪৩৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১১৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬৫ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৩৮ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২৩৬ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৪৮ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭৪ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৬ জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬১ জন, রংপুর বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ছয়জন ও সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছেন। চলতি বছরের ১৬ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৭৮ হাজার ৫৯৫ জন। এর মধ্যে ৬৩ দশমিক এক শতাংশ পুরুষ ও ৩৬ দশমিক নয় শতাংশ নারী রয়েছেন।