চট্টগ্রামে ডেঙুতে আক্রান্ত হয়ে গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় তসলিমা আকতার নামে ৩৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। ফেনীর বাসিন্দা তসলিমা গত ১৯ ডিসেম্বর ডেঙু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়ে গতকাল ভোররাতে মারা যান। ডেঙু শক ও এক্সপান্ডেন্ট সিন্ড্রোমে তিনি মারা যান বলে চিকিৎসকরা তার মৃত্যু সনদে উল্লেখ করেন। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙুতে মোট মৃত্যু হয়েছে ৪৫ জনের। এরমধ্যে ১৬ জন পুরুষ, ২৪ জন নারী ও ৫ জন শিশু রয়েছে। এছাড়া গতকাল নতুন করে আরো ৩ জন ডেঙু আক্রান্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট আক্রান্ত হয়েছে ৪ হাজার ২৮৩ জন। এরমধ্যে নগরীতে ২ হাজার ৭২৩ জন এবং উপজেলায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৬১ জন।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩ জন ডেঙু আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২ জন এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ জন।