ভাসানচর মুখী রোহিঙ্গারা চট্টগ্রামে পৌঁছেছে। রাতে তাদের চট্টগ্রামে রেখে আজ সকালে ভাসানচরে পাঠানো হবে। পুরো ব্যাপারটি নৌবাহিনী মনিটরিং করছে। পতেঙ্গার কোস্ট গার্ডের জেটি ব্যবহার করে আজ সকালে রোহিঙ্গাদের নিয়ে জাহাজ ভাসানচরের পথে যাত্রা করার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গতকাল দুপুর ১২টায় উখিয়া ডিগ্রি কলেজ মাঠে স্থাপিত ক্যাম্প থেকে ১০টি বাস রোহিঙ্গাদের চট্টগ্রামের পথে রওয়ানা হয়। দুপুর একটার দিকে রওয়ানা দেয় আরো ১০টি বাস। প্রতিটি বাসে ৪৬ জন করে রোহিঙ্গা নারী পুরুষ ছিলেন।
বাসগুলোর সামনে ও পেছনে র্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়া প্রহরা দেয়া হয়। সন্ধ্যার দিকে রোহিঙ্গাদের বহনকারী বাসের বহর শাহ আমানত সেতু পার হয়ে চট্টগ্রামে পৌঁছে। ফ্লাইওভার ব্যবহার করে বাসগুলো পতেঙ্গার দিকে চলে যায়। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ প্রথম দশটি বাস নৌবাহিনীর বিএএফ শাহীন কলেজ মাঠে এসে পৌঁছায়।
সূত্র জানায়, রাতে রোহিঙ্গাদের পতেঙ্গায় নৌবাহিনী রেডি রেসপন্স বাথ এলাকায় রাখা হবে। এখানে তাদের জন্য তাবু টাঙিয়ে ট্রানজিট ক্যাম্প করা হয়েছে। ভোরের দিকে কোস্টগার্ডের জেটি থেকে জাহাজযোগে রোহিঙ্গাদের ভাসানচর পাঠানো হবে। সর্বসাকুল্যে হাজার খানেক রোহিঙ্গা প্রথম দফায় ভাসানচর যাচ্ছেন বলেও নৌবাহিনীর একটি সূত্র জানিয়েছে। তবে কর্মকর্তাদের কেউই এই ব্যাপারে কোনো ধরনের তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেছেন।