চট্টগ্রামে গতকাল নতুন ১০০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১১ হাজার ২৮০ জন। তবে গতকাল কোনো ডেঙ্গু রোগী মারা যাননি।
গতকাল রোববার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ১০০ রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি ৬৭ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৩৩ জন রোগী।
এছাড়া এ বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৮১ জনের। চলতি অক্টোবরে মারা গেছেন ৭ জন।