চট্টগ্রাম, সিলেটসহ দেশের চার বিভাগে অতিভারী বর্ষণ হতে পারে। তবে পাহাড় ধসের কোনো শঙ্কা নেই। গতকাল বৃহস্পতিবার রাতে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, বাংলাদেশের ওপর সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে শুক্রবার সন্ধ্যা ৬টায় পর্যন্ত চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৯ মিলিমিটার বা তার অধিক) বর্ষণ হতে পারে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকা সমূহে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সে সাথে অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/ বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী হতে অতি ভারী বর্ষণ হতে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। চট্টগ্রামের নদী বন্দরের জন্য ১ নং সতর্কবার্তা জানানো হয়েছে।












