চকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ অভিযুক্ত আটক

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৬ জানুয়ারি, ২০২২ at ৬:০৮ পূর্বাহ্ণ

নগরীর জালালাবাদ এলাকায় চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. মোতালেব (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। গতকাল বুধবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৭’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ। আটক মো. মোতালেব স্থানীয় জালালাবাদ এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।
র‌্যাব সূত্র জানায়, গত রোববার জালালাবাদ এলাকায় মো. মোতালেব দশ বছরের এক শিশুকে বাড়িতে একা পেয়ে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তার হাত পা বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় শিশুর মা খুলশী থানায় মামলা করেন।
লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ জানান, নগরের রেল স্টেশন এলাকা থেকে গত মঙ্গলবার রাত সোয়া নয়টার দিকে অভিযান চালিয়ে মোতালেবকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করেছে। তাকে খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধউপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের টিকাদান শুরু শনিবার
পরবর্তী নিবন্ধঅপেক্ষা ছাড়াই জেটিতে নোঙর করছে জাহাজ