চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও কৈয়ারবিল ইউপির সাবেক চেয়ারম্যান শাহজাহান চৌধুরী গতকাল বুধবার বিকেল সাড়ে তিনটায় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা আজ বিকেল ৩ টায় কৈয়ারবিল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে। শাহজাহান চৌধুরীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন -চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম এমপি, উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, সাবেক এমপি অ্যাডভোকেট হাসিনা আহমেদ, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না, চকরিয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী মানিক প্রমুখ।