চকরিয়ায় ৫শ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার

চকরিয়া প্রতিনিধি | বুধবার , ১৪ জুলাই, ২০২১ at ১১:০৩ পূর্বাহ্ণ

চকরিয়ায় লকডাউনে কর্মহীন পাঁচ শতাধিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্য সহায়তা তুলে দেয়া হয়েছে। প্রত্যেক পরিবারকে দেওয়া হয়েছে পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি চিনি, মসুর ডাল, লবণ ও এক লিটার সয়াবিন তেল। গতকাল মঙ্গলবার দুপুরে চকরিয়া উপজেলা পরিষদ চত্বরে স্বাস্থ্যবিধি মেনে এই খাদ্যসহায়তা তুলে দেন জাফর আলম এমপি।
এ সময় সাথে ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ, করোনাকালীন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. দিদারুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন, সহকারী পুলিশ সুপার মো. তফিকুল আলম, থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের, ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী প্রমূখ।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ দৈনিক আজাদীকে জানান, লকডাউন চলাকালে কর্মহারা টমটম, রিকশা, ভ্যানচালক, প্রতিবন্ধী, পত্রিকা বিক্রেতা হকারসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা দেওয়ার কার্যক্রম চলে আসছিল। গতকাল মঙ্গলবার আরো পাঁচ শতাধিক কর্মহারা মানুষকে এই খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। তন্মধ্যে ১০০ জন প্রতিবন্ধী নারী-পুরুষ এবং ৩৩৩ তে ফোন করে সহায়তা চাওয়া ৫১ জন ব্যক্তিও রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধশুটারগানসহ যুবক আটক
পরবর্তী নিবন্ধব্যানার টাঙ্গানো নিয়ে দু’পক্ষের মারামারি