চকরিয়া-মহেশখালী সড়কের চকরিয়ার উপকূলীয় বদরখালী স্টেশন এলাকায় সিএনজি অটোরিকশায় অভিযান চালিয়েছে যৌথবাহিনীর একটি দল। এ সময় উদ্ধার করা হয়েছে অবৈধভাবে দেশে তৈরি সাতটি আগ্নেয়াস্ত্র। গ্রেফতার করা হয় দুইজনকে।
গতকাল রবিবার সন্ধ্যায় পরিচালিত এই অভিযানের বিষয়ে আনুষ্ঠানিকভাবে আজ সোমবার প্রেস কনফারেন্সের মাধ্যমে র্যাব-১৫ কক্সবাজারের একটি আভিধানিক দল ও কোষ্টগার্ডের যৌথ অভিযানের মিডিয়া সেল এই তথ্য সরবরাহ করা হয়।
সোমবার সকালে যৌথ মিডিয়া সেল জানায়, ঈদের পরদিন রবিবার (৮ জুন) গোপন সূত্রে খবর পেয়ে চকরিয়া উপজেলার বদরখালীর পুর্বপার্শ্বে আঞ্চলিক মহাসড়কে পানের খাঁচি ভর্তি একটি সিএনজি অটোরিকশাকে চ্যালেঞ্জ করে তল্লাশি চালায়। এ সময় পানের খাঁচি তল্লাশি করে ৭ টি দেশীয় তৈরী কাটা বন্দুক উদ্ধার করতে সক্ষম হয়।
এ ঘটনার সাথে জড়িত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মো: আশরাফ আলীর ছেলে আইয়ুব (৩২) এবং অপর একজনকে আটক করতে সক্ষম হন। এ ব্যাপারে আইনগত প্রক্রিরিয়া শেষে অস্ত্র সহ আসামীদের থানায় সোপর্দ করা হবে বলে জানিয়েছেন মিডিয়া সেল।